ওয়াইদূর রহমান, কলিয়াবর : সনাতনীদের একটি প্রবাদ আছে, বারো মাসে তেরো পার্বণ। এই সেদিন সারা বিশ্বের সনাতনীরা শারদীয়া দুৰ্গা পূজা উদযাপন করেছে।
একমাত্র আসামের কিছু পূজা মণ্ডপে বাংলা ভাষায় লেখা ব্যানার নিয়ে একটি ভাষাগুষ্ঠির কতিপয় দুষ্কৃতকারীর কারণে আনন্দ-উৎসাহে কিছুটা ব্যাঘাত হয়েছে।
এনিয়ে, গোঠা দেশ এমনকি বিশ্বর অন্যান্য দেশেও চর্চিত হয়েছে। তারা নিজেদের ভাষাগুষ্ঠিকে লজ্জিত করেছে।
এরপর উদযাপিত হল শ্ৰীশ্ৰী লক্ষ্মী পূজা। এখন সমাগত শ্ৰীকৃষ্ণের রাস মহোৎসব। মধ্যে মাত্র আর কয়েকটা দিন বাকী।
সমগ্ৰ বিশ্বের সনাতনীদের সঙ্গে কলিয়াবরেও চলছে রাস মহোৎসবের প্ৰস্তুতি। ১৯৮০ সাল থেকে পরম্পরাগতভাবে মাধাতারী গ্রামের মানুষ নিয়মিতভাবে উদযাপন করে আসছে।
এবারও তারা শ্ৰীশ্ৰী কৃষ্ণের রাস মহোৎসব উদযাপন করবে।
আগামি ২৭ নভেম্বর মাধাতারি সমন্বিত যুবতীর্থ-এর মাধাতারি শাখা- জনসাধারণকে নিয়ে উদযাপন করবে শ্ৰীশ্ৰী কৃষ্ণের রাসলীলা।
উদযাপন কমিটি ইতিমধ্যে প্রস্তুতি শুরু করেছে এবং পুবথারিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে চলছে রাস উৎসবের মহড়া।