মোস্তাফা আহমেদ মজুমদার, হাইলাকান্দি : লোকসভা নির্বাচনকে সামনে রেখে শক্তি প্রদর্শনের উদ্দেশ্যে সোমবার আলগাপুরে আয়োজিত দলীয় সভায় এআইইউডিএফ বিধায়ক নিজাম কংগ্রেসকে একের পর এক আক্রমণ করেন।
দলের হাইলাকান্দি জেলা সভাপতি আফজল হোসেন লস্করের পৌরহিত্যে অনুষ্ঠিত এই সভায় মূখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলগাও সমষ্টির বিধায়ক মুজিবুর রহমান।
তিনি করিমগঞ্জ লোকসভা কোন অবস্থায় হাতছাড়া না করতে ভোটারদের প্রতি আহ্বান জানান।
সভায় আলগাপুরের বিধায়ক নিজাম উদ্দিন চৌধুরী বলেন, কংগ্রেস বিজেপির বি টিম হয়ে কাজ করছে।
প্রদেশ কংগ্রেস সভাপতি ভুপেন বরাকে বিজেপির এজেন্ট আখ্যা দিয়ে নিজাম বলেন, ভুপেন বরা সহ অসমের কংগ্রেস বিজেপির কাছে ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে।
কংগ্রেসের নেতৃত্বাধিন ইণ্ডিয়া জোটে এআইইউডিএফ সুপ্রিমো সাংসদ মাওলানা বদর উদ্দিন আজমল সামিল হতে চাইলেও ভুপেন বরা জেলে যাওয়ার ভয়ে সামিল করেননি।
আসন্ন লোকসভা নির্বাচনে করিমগঞ্জে কংগ্রেসকে খোঁজে পাওয়া যাবে না বলেও মন্তব্য করেন বিধায়ক নিজাম।
নিজাম বলেন, হাইলাকান্দিতে কংগ্রেসের কোন অস্থিত্ব নেই, হাইলাকান্দি কংগ্রেস ভবনে সবসময়ই নাটক চলে।
এখানে হুলসেল দামের কয়েকটি গামছা ক্রয় করে রাখা হয়েছে, দুদিন পর পর দলীয় টিকিট দেওয়ার নামে প্রার্থীদেরকে কংগ্রেস ভবনে এনে গলায় গামছা দিতে দেখা যায়।
তিনি নাম না নিয়ে বলেন, কংগ্রেস টিকিটের দাবিদার একজন আইনজীবী রয়েছেন যিনি সমস্ত জীবন মানুষকে অপারেশন করেছেন, মোটা অংকের অর্থের বিনিময়ে মানুষের কাজ করেছেন।
সমাজে এই ব্যক্তির কোন অবদান নেই, সারাটা জীবন মানুষের কাছ থেকে অর্থ উপার্জন করেছেন, এখন তিনি সাংসদ হওয়ার স্বপ্ন দেখছেন।
নিজামের প্রশ্ন, সারাজীবন যিনি শুধু নিয়েছেন সাংসদ হওয়ার পর উনি মানুষকে কিভাবে দিবেন?
আমাদের সমাজে এমন ব্যক্তির কোন প্রয়োজন নেই বলেন তিনি।
করিমগঞ্জ হাইলাকান্দির মানুষ আবারও এআইইউডিএফ প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন বলে দৃঢ়তার সঙ্গে দাবী করেন এআইইউডিএফ বিধায়ক নিজাম।
এদিনের অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- করিমগঞ্জ লোকসভা আসনের এআইইউডিএফ টিকিট প্রত্যাশী ড০ কে এম বাহারুল ইসলাম, সাহাবুল ইসলাম চৌধুরী পারুল, জেলা সাধারণ সম্পাদক আবুল হোসেন চৌধুরী সহ অন্যান্যরা।
প্রত্যেক বক্তাই বিজেপি এবং কংগ্রেসের ক্ষুরধার সমালোচনা করে আসন্ন লোকসভা নির্বাচনে করিমগঞ্জ আসনে এআইইউডিএফ প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান।