দাবী আদায়ে পিএইচই-র অভিযন্তাকে ঘেরাও অস্থায়ী কর্মচারী পরিষদ ও‌ জলমিত্র সংস্থার  

Spread the love

ব্যুরো রিপোর্ট, গণআওয়াজ : জল মিত্রদের দাবি আদায়ে মঙ্গলবার ঘেরাও করা হল শিলচর পিএইচই ডিবিশন-২ কার্যালয়।

 পিএইচই-র অস্থায়ী কর্মচারী পরিষদ ও‌ জলমিত্র সংস্থার কর্মকর্তারা বিভাগীয় অভিযন্তাকে ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন।

তাদের হাতে ছিল বিভিন্ন দাবি ও সমস্যা সম্বলিত প্লেকার্ড।

কর্মচারী পরিষদ ও‌ জলমিত্র সংস্থার কর্মকর্তারা এদিন তাদের দাবী সম্বলিত একটি স্মারকপত্রও দিয়েছে বিভাগিয় ইঞ্জিনিয়ারের হাতে।

পরে তারা গণআওয়াজকে জানিয়েছেন, দীর্ঘ দশ থেকে পনেরো বছর ধরে কাজ করে আসছেন।

জল মিত্র আসার পর পঞ্চায়েতের মাধ্যমে ৬ হাজার ৫০০ টাকা বেতন দেওয়ার কথা হয় এবং পর্যায়ক্রমে বেতন বৃদ্ধি করার প্রতিশ্রুতি দিয়েছিল সরকার।

কিন্তু ৫ বছর অতিক্রম হয়ে গেলেও তাদের বেতন বৃদ্ধি করা হয়নি।

এছাড়া প্রতিমাসে বেতন আনতে গিয়ে বিভিন্ন জিপিতে পঞ্চায়েত প্রতিনিধি, পঞ্চায়েত সচিব এবং ইউজার কমিটির বিভিন্ন হয়রানির শিকার হতে হয়।

একজন কর্মচারি অভিযোগ করে বলেন, জেলা শাসকের নির্দেশ থাকার পরও তিনি ১৬ মাস থেকে বেতন পাচ্ছেন না।

তাই তারা স্মারকপত্রে সরকার এবং পিএইচই বিভাগের কাছে লেবার আইন অনুযায়ী নূন্যতম ১৮ হাজার টাকা বেতন করার জানান।

যদি তাদের দাবি না মানা হয় তাহলে আগামীতে সমগ্র রাজ্য জুড়ে গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহত্তর আন্দোলন গড়ে তুলার হুসিয়ারি দেন।

এদিনের বিক্ষোভ প্রদর্শনে উপস্থিত ছিলেন বাপন নমঃশূদ্র, খায়রুল ইসলাম লস্কর, সুদর্শন নন্দী, সুব্রত দাস, মকসুদ আহমেদ, সাহারুল ইসলাম, অজয় দাস, গৌতম দেব সহ অন্যান্যরা।

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token