আলগাপুরে জনসভায় বিজেপিকে ভোট না দেওয়ার আহ্বান, তৃনমূল নেতা রিপুনের

Spread the love

মস্তফা এ মজুমদার, হাইলাকান্দি : বিজেপি দেশের জনগণের প্রধান শত্রু, ধর্ম এবং জাত-পাতের রাজনীতি করে।

এআইইউডিএফ সুপ্রিমো আজমলও বিজেপির সঙ্গে হাত মিলিয়ে নিজের স্বজাতির সঙ্গে বেইমানি করেছেন।

বিজেপি সরকার অসমের সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় উচ্ছেদের নামে বুলডজার চালিয়েছে, আজমল সমর্থন করেছেন।

সোমবার আলগপুর বাজারে হাইলাকান্দি জেলা তৃণমূল কংগ্রেসের আয়োজিত জনসভায় বিজেপি-এআইইউডিএফকে এভাবেই আক্রমণ করেন প্রদেশ সভাপতি রিপুণ বরা।

তিনি বলেন, এআইইউডিএফ সুপ্রিমো মাওলানা বদর উদ্দিন আজমল এবং তাঁর ভাই সিরাজ উদ্দিন আজমল হিমন্ত বিশ্বশর্মাকে দেশের সর্বশ্রেষ্ট মূখ্যমন্ত্রী আখ্যায়িত করেছেন।

রিপুন বলেন, অসমে বিজেপি শক্তিশালী হওয়ার পেছনে আজমলের যথেষ্ট অবদান রয়েছে।

গত রাজ্যসভা এবং রাষ্ট্রপতি নির্বাচনে আজমলের দল পেছনের দরজা দিয়ে বিজেপিকে ভোট দিয়েছে।

হাইলাকান্দি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সফিক কামাল বড়লস্করের পৌরহিত্যে আয়োজিত দলীয় সভায় উপস্থিত ছিলেন শিলচরের প্রাক্তন সাংসদ, তৃণমূল নেত্রী সুষ্মিতা দেব।

সুষ্মিতা বিজেপিকে মিথ্যাবাদী এবং বিশ্বাসঘাতক দল হিসাবে অভিহিত করেন।

তিনি চব্বিশের নির্বাচনে বিজেপিকে সমুলে উৎখাত করার আহ্বান জানান।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আসাম তৃণমূল কংগ্রেসের সম্পাদক বদরুল ইসলাম বড়ভূইয়া, প্রাক্তন জেলা পরিষদ সদস্য কমরুল ইসলাম বড়ভূইয়া প্রমুখ। এদিনের সভায় বিভিন্ন রাজনৈতিক দল ত্যাগ করে ১৩৪ জন কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদেন।

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token