ব্যুরো রিপোর্ট, করিমগঞ্জ : জাতকাপন সমবায় সমিতির পূর্ব সূচি অনুযায়ী শনিবার কার্যালয়ে প্রাঙ্গণে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সমবায়ের চেয়ারম্যান এখলাছুর রহমানের পৌরোহিত্য অনুষ্ঠিত সভায় উদ্দেশ্যে ব্যাখ্যা করেন সমবায়ের ভারপ্রাপ্ত সচিব রামলাল নমঃশূদ্র।
তিনি সমবায়ের বিগত সাধারণ সভার প্রস্তাবাদি পাঠ করেন এবং ২০২২-২৩ সালের পরীক্ষিত আয়-ব্যায় হিসাব তুলে ধরে ২০২৩-২৪ সালের বাজেট পেশ করেন।
এছাড়াও ২০২৩-২৪ সালের সোসাইটির সভ্যগনের ঋণের উর্দ্ধতম সীমা নির্ধারণ করে এই অর্থ বছরের জন্য সমিতির অভ্যন্তরীণ হিসাব পরীক্ষক নিয়োগ করা হয়।
সভায় ২০২৩-২৪ অর্থ বছরের জন্য বিভিন্ন প্রকার কর্ম পদ্ধতি অনুমোদন গৃহীত হয়।
বিভাগীয় তরফে উপস্থিত ছিলেন সিনিয়র ইন্সপেক্টর তপন মালাকার।
তিনি বর্তমান সমবায়ের নিয়মনীতি নিয়ে বিশদ আলোচনা করে সকলকে মেনে চলার আহ্বান জানান।
সভায় পুরুষের তূলনায় মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত, চেয়ারম্যান এখলাছুর রহমান উপস্থিতি দেখে সন্তোষ প্রকাশ করেন।
তিনি সমবায়ের ডিলাররা তাদের গ্রাহকদের সময়মতো সামগ্রী দেওয়ার আহ্বান জানিয়ে উপস্থিত সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।
এদিনের সভায় উপস্থিত সকলের সমর্থনে আগামী এক বছরের জন্য জাতকাপন সমবায় সমিতিতে আফজল হোসেন তাপাদার এবং অনিল নমঃশুদ্রকে পরিক্ষক নিয়োগ করা হয়েছে জানান তিনি।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভাগীয় ইন্সপেক্টর কল্লোল দাস, অফিস স্টাফ আব্দুস সহিদ চৌধুরী, ভাইছ চেয়ারম্যান বুরহান উদ্দিন সহ সাহাবুদ্দিন, লুকমান হোসেন, আব্দুল মজিদ, রোজ ইকবাল চৌধুরী প্রমূখ।