নিউজ ডেক্স, গণআওয়াজ : চাঁদাবাজ বীর লাচিত সেনাকে নিষিদ্ধ ঘোষণার দাবী জানাল সারা আসাম বাঙালি সুরক্ষা মঞ্চ।
মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বীর লাচিত সেনার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে সমালোচনা করেছিলেন।
কিন্তু লাচিত সেনা প্রতিক্রিয়ায় মুখ্যমন্ত্রীর অভিযোগ খণ্ডন করে চ্যালেঞ্জ ছুড়ে দেয়।
আজ জাতীয় বীর, লাচিত বড়ফুকনের নামে গঠিত বীর লাচিত সেনার মুখোশ খুলে দিলেন সারা আসাম বাঙালি সুরক্ষা মঞ্চের সভাপতি উৎপল দে।
তিনি বীর লাচিত সেনার চাঁদাবাজির রিসিট প্রকাশ্যে নিয়ে আসেন।
এছাড়াও তিনি লাচিত সেনার বাংলায় লেখা একটি ব্যানারও প্রকাশ্যে আনেন।
যে সংগঠন দুর্গাপূজার মণ্ডপে বাংলায় লেখা ব্যানার ছিরে লঙ্কাকাণ্ড বাধিয়ে সারা দেশে আসামের নাম বদনাম করেছে, জাতীয় বীরকে অপমান করেছে।
সেই সংগঠনের বাংলায় লেখা ব্যানার দেখিয়ে লাচিত সেনা নামের দুষ্কৃতকারীদের গ্রেফতারেরও দাবী জানিয়েছেন তিনি।
মঞ্চের সভাপতি উৎপল বলেছেন, পুলিশ যদি এদেরকে সায়েস্তা করতে না পারে, তাহলে সারা আসাম বাঙালি সুরক্ষা মঞ্চকে সাত দিন।
আমরা সাত দিনের মধ্যে লাচিত সেনা নামের এই দুষ্কৃতকারী দলকে সায়েস্তা করে দেখিয়ে দেব আসামে কোন দুষ্কৃতকারির স্থান নেই, বলেন উৎপল।