প্রীতম কুমার নাথ, গণআওয়াজ ধলাই : কাছাড় জেলার ভাগা বাজারের পেট্রোল পাম্পের অসংখ্য দূর্নীতির অভিযোগ নিয়ে সরব হলেন স্থানীয়রা।
আসাম-মিজোরাম সম্পর্কিত ৩০৬ নং জাতীয় সড়কের ইসলামাবাদ মনিপুরী মার্কেট সংলগ্ন এলাকায় এই পেট্রোল পাম্পটি রয়েছে।
উভয় রাজ্যের চলাচলকারী যানবাহনগুলোর বেশীর ভাগই এই পাম্প থেকে ইন্ধন সংগ্রহ করে।
কিন্তু গত কয়েক মাস ধরে পেট্রোল পাম্প কর্তৃপক্ষ ড্রাম, গেলোন, জার ইত্যাদির মাধ্যমে মোটা অংকের বিনিময়ে ইন্ধন অন্যত্র পাচার করছেন।
অথচ যানবাহনের জন্য ইন্ধন পাওয়া যাচ্ছে না। এলাকার মানুষের অভিযোগ দুপুর বারোটার পর পাম্পে কোন ইন্ধন পাওয়া যায়নি।
তাদের দাবি এলাকার যানবাহনগুলো যাতে সুলভ মূল্যের ইন্ধন থেকে বঞ্চিত করা না হয়।
তারা এও জানান, পাম্প কর্তৃপক্ষের মদতে কিছু সংখ্যক কালোবাজারি পেট্রোল, ডিজেলের দিব্যি অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছে।
পাম্প কর্তৃপক্ষের এই অবৈধ ব্যবসার জন্য সাধারণ মানুষকে ইন্ধনের অভাব পুরন করতে এই পাম্পের ইন্ধনকে কালোবাজার থেকে অধিক মূল্যে ক্রয় করতে হচ্ছে। যদিও মালিক পক্ষ এই অভিযোগ খণ্ডন করেছেন।