নিউজ ডেক্স : শিলচর লোকসভায় বিজেপি প্রার্থী হিসাবে অমলেন্দু দাসের নাম কি তাহলে প্রায় চূড়ান্ত। বদরপুর মাধব-ধামে সাত দিনের বর্গ-প্রশিক্ষণ অমলেন্দুকে।
আবেদন ছাড়া কিভাবে চূড়ান্ত হল, তুলপাড় কাছাড় বিজেপি।
অরুনাচল প্রদেশের সরকারী এই আমলা গত বিধানসভা নির্বাচনে বড়খলায় টিকিট নিয়ে বিজেপিতে যোগ দেন।
নিজের এক আরএসএস আত্মীয়ে-র প্রভাবে দলের বড়খলার হেভিওয়েট বিধায়ক কিশোর নাথকে টেক্কা দিয়ে বিজেপির টিকিট আদায় করে নেন অমলেন্দু।
এই নির্বাচনে রাজ্যে এবং কেন্দ্রে প্রবল বিজেপি হাওয়া থাকার পরও তিনি কংগ্রেস প্রার্থী মিসবাহুল ইসলাম লস্করের কাছে বিপুল ভোটে পরাজিত হন।
কিন্তু শিলচর লোকসভা অনুসুচিত জাতী সংরক্ষিত হওয়ার পর তাঁর চোখ এখন আর বিধানসভায় নয়, লোকসভা পড়েছে।
দলকে প্রতিষ্ঠিত করতে দীর্ঘ বছর ধরে কাজ করে আসা প্রার্থীদের টেক্কা দিয়ে কেবল আরএসএস আত্মীয়ের দাপটে উড়ে এসে জুড়ে বসে টিকিট প্রায় চূড়ান্ত করে নিয়েছেন।
আরএসএস-এর সুত্রের খবর অনুসারে শিলচর লোকসভায় অমলেন্দু দাসের টিকিট প্রায় চূড়ান্ত হওয়ার পর বদরপুর মাধব ধামে সাত দিনের প্রশিক্ষণও দেওয়া হয়েছে।
ধাপে ধাপে আরও প্রশিক্ষণ দেওয়া হবে।
এনিয়ে কাছাড় বিজেপিতে শুরু হয়েছে তুলপাড়।
দীর্ঘ বছর ধরে যাদের অক্লান্ত পরিশ্রমে বিজেপি ক্ষমতার সাদ পেয়েছে, এমন কর্মীরা এখনই ক্যামেরায় মুখ দেখাতে এবং প্রকাশ্যে নাম প্রকাশে অনিচ্ছুক, কিন্তু বিদ্রুহের হুংকার দিচ্ছেন।
বড়খলার বিজেপির তৃনমূল স্তরের কর্মীরাও গত বিধানসভা নির্বাচনের অভিজ্ঞতা থেকে কোনভাবেই অমলেন্দু দাসকে লোকসভায় প্রার্থী হিসাবে মেনে নিতে রাজি নয়।
এই অবস্থায় অমলেন্দু আরএসএস আত্মীয়ের ক্ষমতায় বিজেপির টিকিট আদায় করে নিলেও জয় নিয়ে সন্দিহান জেলার রাজনৈতিক সচেতন মহল।
রহস্যজনক বিষয় হল, বিজেপি এখন পর্যন্ত প্রার্থীদের কাছ থেকে কোন আবেদনই গ্রহন করেনি। কিন্তু সেই সময় আরএসএস-এর এই আত্মীয়ের দাপটে কাছাড় বিজেপিকে অস্বস্থিতে ফেলতে পারে।