রানিঘাটের ব্রিজের মুখে অটো-মিনি ট্রাক সংঘর্ষ, আহত ৫, দুইজনের অবস্থা আশঙ্কাজনক

Spread the love

অনিমেষ চক্রবর্তী, বড়খলা, ১৩ মে : বড়খলা বিধানসভা সমষ্টির রানিঘাট সেতুর নিকটে ভয়ঙ্কর এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন পাঁচ জন। এরমধ্যে ১৩ বছরের মাদ্রাসা ছাত্র সহ এক মহিলার অবস্থা আশঙ্কাজনক।

জানাগেছে, কালাইন থেকে AS 11EC 5203 নম্বরের  মিনি ট্রাকটি ও AS 11DC.2358  নম্বরের একটি যাত্রী  বোঝাই অটোর মুখামুখি সংঘর্ষে এই ঘটনাটি সংঘটিত হয়েছে।

এদিকে ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় লোকজন ও অরুনাচল ফাঁড়ির পুলিশ আহতদেরকে উদ্ধার করে দ্রুত  শিলচর ম্যাডিকেল কলেজে হাসপাতালে প্রেরণ করেছে।

গুরুতর আহতদের মধ্যে রয়েছেন জয়নগর ফখরে জলিল মাদ্রাসার ১৩ বছরের ছাত্র মিনার হুসেন মজুমদার এবং অন্যজন মহিলা নাম সংবাদ লেখা পর্যন্ত জানা যায়নি।

স্থানীয় লোকজন জানান, ট্রাকটির গতিবেগ খুবই দ্রুত ছিল যা ভয়ের ছিল।

সরকার গাড়ির গতি আটকাতে ডিটিও ও প্রশানের দায়িত্ব থাকলেও বাস্তবে তা কতটুক পালন করছেন এনিয়ে প্রশ্ন দেখা দেয় আজকের এই ঘটনার ওপর।

তারা আরও বলেন যদি আধিকারিকগণ তাদের দায়িত্ব পালন করতেন তাহলে হয়তো এই দুর্ঘটনা হতো না।

এনিয়ে স্থানিয়রা গাড়ির গতি নিয়ন্ত্রণ করার জন্য বিভাগীয় আধিকারিক সহ জেলা প্রশাসনের কাছে আর্জি জানান।

কারণ এই রানিঘাট-কালাইন সড়কটি অতি ব্যস্ততম এলাকাতে রহেছে, এখানে অনেক সরকারি স্কুল-কলেজ তার সঙ্গে পাল্লা দিয়ে রয়েছে বেসরকারি স্কুলও।

তাই গাড়ির গিতিবেগের উপর নিয়ন্ত্রন না আনলে ছাত্র-ছাত্রীদেরকে আরও এধরনের দুর্ঘটনায় পড়তে হতে পারে।

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token