স্বপন পাল : শিলিগুড়ির সংহতি ক্লাবের পুজো প্রতিবছরই নজর কাড়ে দর্শকদের। কালীপুজোর সন্ধ্যা থেকেই শুরু হয় দর্শকদের আনাগোনা।
এবারও প্যান্ডেলে পূজোর থিম পুরুষের দায়বদ্ধতা ও ব্যথা এই ভাবনা ফুটে উঠেছে। ৫৩ তম বছর পূর্ণ হলো এই পুজো।
তরুণ সংঘ শিলিগুড়ির অনেক পুরনো শ্যামাপূজো, এবার বেশ নতুনত্ব রয়েছে এই পুজোয়।
১৯৫৪ সালে শিলিগুড়িতে শুরু হয়েছিল, এবারে পূজোয় প্যান্ডেলে এবং প্রতিমায় বেশ নতুনত্ব আনা হয়েছে।
জিটিএস ক্লাবের পুজো ১৯৬২ সাল থেকে হয়ে আসছে শিলিগুড়িতে, প্রতিবারের মত এবারও নতুনত্ব রয়েছে এই পুজোয়। সত্যজিৎ রায়ের তার বিভিন্ন কাজ নিয়ে মন্ডপটি সাজিয়ে তোলা হয়েছে।