ব্যুরো রিপোর্ট, বারইগ্রাম : টাকার লোভে জণ্মদাতা ৯০ বৎসরের বৃদ্ধ পিতাকে প্রাণে মারার চেষ্টা পুত্রের! শুনতে আবাক লাগছে, কিন্ত বাস্তবে তাই ঘটেছে।
চাঞ্চল্যকর এই ঘটনাটি দক্ষিণ করিমগঞ্জের বান্দরকোনা জিপির ৮ নম্বর ওয়ার্ডের ঝকিয়ালা গ্রামের।
স্থানীয় জনৈক মইনুল হকের অভিযোগ, তার পিতা বাদল মিয়া দির্ঘদিন ধরে ঘরে বিভিন্ন রুগে আক্রান্ত।
ব্যক্তিগত সঞ্চয়ের আট থেকে দশ লক্ষ টাকা খরচ করার পরও সুস্থ করে তুলতে পারছেন না। বতর্মানে চিকিৎসার অভাবে ঘরে শুয়ে রয়েছেন।
এমন অবস্থায় তার চিকিৎসার জন্য নিজের জমি বিক্রির দায়িত্ব দিয়েছেন ছোট ছেলে মইনুল হককে।
মইনুল পিতার নির্দেশে জমি বিক্রয় করে নগদ দুই লক্ষ পয়তাল্লিশ হাজার টাকা ঘরে নিয়ে আসেন শুক্রবার সন্ধায়।
এতেই ঘটে বিপত্তি।
বড়ো ভাই ফকরুল সহ ও তার স্ত্রী আছিয়া বেগম এবং পুত্র বদরুল ইসলাম, ফইজুলরা হটাৎ জন্মদাতা বৃদ্ধ পিতাকে বালিশ চাপা দিয়ে প্রাণে মারার চেষ্টা করে।
কিন্তু তাদের সৎ মা রেনু বেগম এসব দেখে চিৎকার করলে বালিশ ছেড়ে টাকা নিয়ে পালায় তারা।
মইনুল এবং তার স্ত্রী দৌড়ে এসে টাকা নিতে বাধা দিলে তাদেরকেও বেদড়ক মারপিট করা হয়।
এমনকি মইনুলকে পাশের একটি রুমে তালাবন্দী করে রাখা হয়।
মইনুল এব্যাপারে বারইগ্রাম পুলিশকে ফোন করলে, পুলিশ এসে তাকে উদ্ধার করে। এই ঘটনায়, বারইগ্রাম পুলিশে মইনুল একটি মামলাও নতিভুক্ত করেছেন বলে জানা গেছে।