শম্ভুসাগর পার্ক সাজানোর ভাবনা পুরসভার, জল প্রকল্প উদ্বোধন ভারত বিকাশ পরিষদের

Spread the love

জুলি দাস

করিমগঞ্জ, ১০ অক্টোবর : জঞ্জাল সাফাই করে সম্প্রতি নতুন রূপ দেওয়া হয়েছে করিমগঞ্জের শম্ভু সাগর পার্ককে l তবে এখনো পূর্ণরূপ পায়নি পার্ক l পুরসভা ঐতিহ্যবাহী পার্ককে সাজিয়ে তুলতে বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে l

এদিকে, পার্কে একটি পানীয় জল প্রকল্প চালু করেছে ভারত বিকাশ পরিষদl এর উদ্বোধন করেন উপ-পুরপতি সুখেন্দু দাস এবং ভারত বিকাশ পরিষদের জেলা সভাপতি নিখিলরঞ্জন দাসl তখন অন্যান্য বিশিষ্টরাও উপস্থিত ছিলেনl

   দীর্ঘদিন থেকে করিমগঞ্জ শম্ভু সাগর পার্ক বন্ধ থাকায় পুরো পার্ক জঞ্জাল এবং আবর্জনায় ভর্তি হয়ে পড়েছিলl

 তবে দুর্গাপূজার আগে পার্ক খোলার ব্যাপারে মূলত উদ্যোগ গ্রহণ করেন এলাকার পুর কমিশনার তথা বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ দেবতোষ পালl।

তাঁর প্রচেষ্টাতেই আজ শুরু হয়। এলাকার পুর কমিশনারের তত্ত্বাবধানে দুর্গাপূজার আগে জঞ্জাল সাফাই করে ফের জনগণের জন্য খুলে দেওয়া হয় পার্কl ফলে মহালয়ার সকালে এবং পূজার চার দিন পার্কে ভিড় দেখা গেছেl

এছাড়া শম্ভুসাগর পার্ককে শিশুদের চাহিদা অনুযায়ী ফের সাজিয়ে তোলা হবে বলে পুরসভার পক্ষ থেকে সম্প্রতি সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন পুরপতি রবীন্দ্রচন্দ্র দেব এবং উপ-পুরপতি সুখেন্দু দাসl

   অন্যদিকে, দীর্ঘ বছর আগে শম্ভুসাগর পার্কে একটি কল থাকলেও পড়ে তা অকেজো হয়ে যায়l ফলে ‘অমৃত ধারা’ জল প্রকল্প পার্কে প্রতিষ্ঠা করা হয়েছে ভারত বিকাশ পরিষদের পক্ষ থেকেl

এই প্রকল্পের পুরো খরচ বহন করেন পরিষদের সভাপতিl শনিবার সকালে জল প্রকল্পের উদ্বোধন উপলক্ষে  শম্ভুসাগর পার্কে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়l

 সেখানে বক্তব্য রাখেন উপ-পুরপতি সুখেন্দু দাস, পরিষদের সভাপতি নিখিলরঞ্জন দাস, ডা : দেবতোষ পাল, অধ্যাপিকা শর্মিষ্ঠা খাজাঞ্চি, নন্দকিশোর বণিক সহ অন্যান্যরাl প্রকল্প স্থাপন করার জন্য পুরসভা জমি দেওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ভারত বিকাশ পরিষদের সভাপতি নিখিলরঞ্জন দাস।

Gana Awaz Desk

Avatar

Leave a Reply

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token