দার্জিলিং-এ শুরু হল ঘুম কার্নিভাল শীতকালীন উৎসব

Spread the love

স্বপন পাল, দার্জিলিং : শীতের সময় দার্জিলিং পাহাড়ের নানা উৎসব হয়।

হিমালয়ান রেলওয়ের উৎসবগুলোর অন্যতম হল শীতকালীন “ঘুম” কার্নিভাল উৎসব।

পাহাড়ে পর্যটকদের আনার জন্য এই ঘুম কার্নিভাল শীতকালীন উৎসব গত তিন বছর ধরে হয়ে আসছে।

এবছর ২৫ নভেম্বর এই উৎসবের সূচনা করেন উত্তরপূর্ব রেলের জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব।

এই উৎসব মূলত পর্যটকদের আকর্ষিত করার জন্য দার্জিলিং হিমালয়ান রেলওয়ের পক্ষ থেকে আয়োজন করা হয়।

উৎসবে সংস্কৃতিক অনুষ্ঠান, পাহাড়ের স্থানীয় মানুষদের তৈরি নানা ধরনের খাবার এবং দ্রব্যাদি থাকে।

পর্যটকরা প্রতিবছর এই উৎসব উপভোগ করেন এবং নানা দ্রব্যাদি বিভিন্ন স্টল থেকে কিনে থাকেন।

উল্লেখ্য ঘুম 7407 ফিট উচ্চতায় অবস্থিত।

পৃথিবীর উচ্চতম রেল স্টেশন ঘুমের আকর্ষণ ঘুম রেলওয়ে মিউজিয়াম। যেখানে হিমালয়ান রেলের স্থাপনা থেকে অধুনা সমস্ত তথ্য রয়েছে।

প্রদর্শনীতে দেশ-বিদেশের বহু পর্যটক আসেন ঘুমে এবং জানতে পারে সেই ব্রিটিশ যুগের স্থাপিত খেলনা রেল সম্বন্ধে।

এই উৎসবের স্বাগত ভাষণ জানান, প্রিয়াংশু দার্জিলিং রেলের নির্দেশক।

উত্তর পর্ব রেলওয়ের জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব এই ফেস্টিবলের মাসকট আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

ঘুম ফেস্টিভ্যালে বিশেষ অতিথি রূপে উপস্থিত ছিলেন সন্দীপ শর্মা, বিকে মিশ্র, সুরেন্দ্র কুমার, ডিভিশনাল ম্যানেজার এবং প্রিয়াংশু ডিএচার নির্দেশক।

এছাড়াও ছিলেন, বহু বিশিষ্ট মানুষ। প্রতিদিন এই উৎসব খোলা থাকবে সকাল দশটা থেকে বিকেল ছটা পর্যন্ত।

স্টল রয়েছে প্রায় ১৫টি, পর্যটক এবং স্থানীয় মানুষ বিভিন্ন সামগ্রী কিনতে পারবেন। অনুষ্ঠানের আয়োজন করেছেন দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। অনুষ্ঠান পরিচালনা করেন সুমন প্রধান সুপারেন্টেন অফ দার্জিলিং স্টেশন।

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token