নিউজ ডেক্স : এবার ফের সামনে এল শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক দুর্নীতি।
চিকিৎসার জন্য আসা রোগীদের ব্লাডের প্রয়োজন হলে অন্য কাউকে দিতে হয় ব্লাড। এরপরও নেওয়া হয় টাকা।
অসহায় মানুষ ব্লাড ব্যাঙ্কের এই রীতিও মেনে নিয়েছেন।
কিন্তু ব্লাড থাকার পরও অসহায় মানুষদের নেই বলে হয়রানী করা হচ্ছে। এমন গুরত্বর অভিযোগ রয়েছে গণআওয়াজ-এর হাতে।
রোগীর সঙ্গে আসা এমন ব্যক্তিরা ব্লাড ব্যাঙ্কের সামনে দাড়িয়ে অভিযোগ করেছেন। তারাদেরকে অ-পজিটিভ রক্ত আছে বলে নাম নথিভুক্ত করা হয়।
কিন্তু দু’ঘণ্টা দাড়িয়ে রাখার পর বলা হয় রক্ত নেই।
শিলচর মেডিক্যাল হাসপাতালে এভাবেই রোগীর জীবন নিয়ে খেলা করছেন দায়িত্বপ্রাপ্তরা। এর আগেও একবার শিলচর মেডিক্যালের ব্লাড ব্যাঙ্ক দুর্নীতি নিয়ে তুলপাড় হয়।
এরপরও বন্ধ হয়নি এই দুর্নীতি।
শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালের একের পর এক দুর্নীতি সামনে আসার পরও নীরব রাজ্যের মন্ত্রী পরিমল শুক্ল বৈদ্য।
নিজেকে সবসময় ধুয়া তুলসি পাতা হিসাবে তুলে ধরা মন্ত্রী পরিমল শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালের বর্তমানে সভাপতির দায়েত্বে রয়েছেন।
সঠিক তদন্ত হলে হয়ত শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁর সময়েই সবচেয়ে বেশি দুর্নীতি হচ্ছে এমন তথ্য বেরিয়ে আসবে।