স্বপন পাল, দার্জিলিং শিলিগুড়ি : প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা মুখ্যমন্ত্রী মমতা বান্দোপাধ্যায়ের এই সফরকে সঠিক ভাবে সম্পন্ন করতে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম ঘুরে দেখেন।
আগামী ৬ ডিসেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত ৭ দিনের সফরসুচী নিয়ে মুখ্যেমন্ত্রীর মমতা উত্তরবঙ্গ সফরে আসছেন।
শিলিগুড়ি পুলিশ কমিশনার শ্রী সুধাকর, জেলাশাসক প্রীতি গোয়েল, মেয়র গৌতম দেব সহ উচ্চ পর্যায়ের আধিকারিকেরা বৃহস্পতিবার মুখ্যেমন্ত্রীর সফরকে কেন্দ্র করে তৎপর হয়ে উঠেছেন।
কিন্তু মুখ্যয়মন্ত্রীর সফরের উদ্দেশ্য নিয়ে কেউই মুখ খুলেননি।
একটি সুত্রে জানা গিয়েছে, মুখ্যদমন্ত্রীর ভাইপোর বিয়ের অনুষ্ঠানে যোগ দিতেই তিনি কার্শিয়াং আসছেন।
তবে বিয়ের অনুষ্ঠান ছাড়াও একাধিক সরকারি ও দলীয় কর্মসূচিতে যোগ দেবার কথা রয়েছে মুখ্য।মন্ত্রীর।