মিঠুন বড়ুয়া, মার্গেরিটা : মার্গেরিটার পাহাড়পুরে অবৈধ কয়লা সিন্ডিকেটে নাম জড়াল স্থানীয় গ্রাম উন্নয়ন ম্যানেজমেন্ট কমিটির।
পোকল্যান্ড বনে প্রবেশের জন্য প্রতিটি গাড়ি এই কমিটিকে ফি বাবৎ দিতে হবে একলক্ষ পচিশ হাজার টাকা।
বিশেষ সূত্ৰে জানা গেছে, মহকুমার বিভিন্ন বনাঞ্চলে কয়লার এই কালোবাজারিরা কিছু সংখ্যক ক্ষমতাশালী লোককে দায়িত্ব দিয়েছে।
এ ক্ষেত্ৰে নাম জড়িয়েছে পাহাড়পুর অঞ্চলের।
ডিগবয় বন সংমণ্ডলের লেখাপানী বনাঞ্চলিক কাৰ্যালয়ের টিরাপ সংরক্ষিত বনাঞ্চল শেষ করার পর এবার মাফিয়াদের চোখ পড়েছে এই বনাঞ্চলে।
এখনও এই বনাঞ্চলের যেসব অংশ অক্ষত রয়েছে সেগুলকে ধ্বংস যজ্ঞে পরিণত করতেই টার্গেট করে এই প্রস্তুতি সম্পূৰ্ণ করা হয়েছে।
গত দু’দিন আগে পাহাড়পুর নামের এই গ্রামে স্থানীয় মেনেজ মাষ্টররা গোপন সভায় মিলিত হয়ে বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে।
পাহাড়পুরের সংরক্ষিত বনাঞ্চল পোকল্যান্ডে অবৈধ কয়লা খনন করতে প্রবেশ মুল্য হিসাবে ম্যানেজমেন্ট কমিটিকে দিতে হবে এক লক্ষ পঁচিশ হাজার টাকা।
এক কথায় পাহাড়পুরের নিৰ্দিষ্ট সেই মেনেজমেন্ট বাহিনীক এই টাকা দিতে হবে।
কিন্তু প্রশ্ন উঠছে, এই সমগ্ৰ প্ৰক্ৰিয়া আসলে কার ছত্রছায়ায় চলছে? সামান্য টাকার লোভে ডিগবয় বন সংমণ্ডল কি সংরক্ষিত এই বনাঞ্চল ধ্বংস করতে কয়লা মাফিয়াদের সবুজ সংকেত দেবে?