আত্মনির্ভর ভারতের প্রতিশ্রুতি এখন মিথ্যাচারীতায় প্রমাণিত

Spread the love

নিউজ ডেক্স : আসামের এশিয়া বৃহত্তর কাগজ কল বন্ধ করে ভারত এখন চায়না নির্ভর।

ভারতের ডাইরেক্টরেট জেনারেল অব কমার্সিয়েল ইন্টেলিজেন্স এন্ড স্টেটিস্টিকস সংস্থার রিপোর্টে বিস্ফোরক তথ্য ফাস।

রিপোর্টে বলা হয়েছে এপ্রিল ২০২৩ থেকে সেপ্টেম্বর ২০২৩ এর মধ্যেই ভারতে কাগজ আমদানি ৪৩% বৃদ্ধি হয়েছে।

এদিকে ডলারের বিনিময় টাকার মূল্যে পতন হওয়া সত্তেও ৬৪৮১ কোটি টাকার ডলার বিনিময়ে নয় লক্ষ উনষাট হাজার মেট্রিক টন বিদেশি কাগজ ভারতে আমদানি করা হয়েছে।

যার মধ্যে সিংহ ভাগ এসেছে চীন থেকে।

উল্লেখ্য, এশিয়ায় বৃহত্তম কাছাড় ও নগাঁও কলের উন্নয়নের নামে আবন্টিত ৪১৪১ কোটি টাকা আত্মসাৎ করে দুটি কাগজ কল বন্ধ করে দেওয়া হয়।

এখন দেশের কাগজের চাহিদা মেটাতে চীন ও এশিয়ার অন্যান্য দেশ থেকে আমদানি করা হচ্ছে।

এবার এনিয়ে সরব হয়েছে কাছাড় এবং জাগিরোড কাগজ কল ইউনিয়ন। ইউনিয়নের সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী কটাক্ষ করে বলেছেন, একেই বলে অমৃতকালের আত্মনির্ভর ভারতের আসল ষড়যন্ত্র।

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token