শালচাপড়া, আসাম, ১৫ সেপ্টেম্বর, বৃহস্পতিবার : আজ বড়কলা সমষ্টির অন্তর্গত শালচাপরা জিপিতে জাতীয় সড়কের সংলগ্ন দুইটি পানীয় জল প্রকল্পের আওতায় থাকা কয়েক হাজার জনগণ খাবার পানীয় জলের বিক্ষোভ প্রদর্শন করেন।
পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তারা সরাসরি সরকারের ব্যারথতার দিকে আঙ্গুল তুলে বিভাগীয় কর্তৃপক্ষকে কাঠগড়ায় তুলেন।
তারা বলেন দীর্ঘ কয়েক বছর থেকে প্রকল্প গুলো থেকে বিশুদ্ধ পানিয় জল সরবরাহ অনিয়মিত, বিভাগীয় আধিকারিকের সঙ্গে যোগাযোগ করেও সুফল পাওয়া যাচ্ছেনা।
এই প্রকল্প গুলোর দায়িত্বে থাকা সাইট ইঞ্জিনিয়ারের সঙ্গে দেখা করলে তিনিও বিভিন্ন সাইটে প্রচুর কাজ চলার বাহানা দিয়ে জনসাধারণের সঙ্গে ধুকাবাজি করে আসছেন।
এদিকে জনসাধারন অপরিশোধিত জলপান করে নানান জলবাহিত রুগে ভুগছেন। জনগণ আরো অভিযোগ করে বলেন, সরকার স্বচ্ছ প্রশাসনের প্রতিশ্রুতি দিলেও বাস্তবে বাস্তবে প্রশাসনকে দুর্নীতির আখড়ায় পরিণত করেছে।
সকারের ঘর ঘর জল ঘর ঘর নল প্রকল্পের বিষয়ে বলতে গিয়ে জানান, এই প্রকল্পের অধিনে যে কাজ চলছে সেই কাজে ব্যাপক দুর্নীতি ও গাফিলতি চলছে।
মাটির নিচে যে পাইপ লাগানো হচ্ছে, সেই পাইপ পুরোপুরি মাটির নিচে যাচ্ছে না, অনেক জায়গায় মাটির উপরে বেরিয়ে রয়েছে।
বিক্ষোব্ধ জনগন আজ বিভাগীয় মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার নামে হায় হায় ধ্বনিও তুলেন। আজকের এই বিক্ষোভ প্রদর্শনে উপস্থিত ছিলেন জগদী সিনহা, চুনিলাল দাস, নজরুল ইসলাম মজুমদার, মইনুল হক মজুমদার, শিপ্রা রানী দাস, সুক্তা দাস, বিলাল আহমেদ বড়ভূইয়া সহ অন্যান্যরা।