করিমগঞ্জ প্রতিনিধি : বিশ্ব এইডস দিবস আজ করিমগঞ্জে জেলা এইডস কন্ট্রোল সোসাইটি নানা অনুষ্ঠানের মাধ্যমে পালন করেছে।
জেলা স্বাস্থ্য বিভাগের ব্যবস্থাপনায় সকালে সচেতনতামূলক রেলি এবং সভার আয়োজন করা হয়।
সিভিল হাসপাতাল থেকে বের হয় এই রেলি।
উদ্বোধন করেন জেলার এসিস্টেন্ট কমিশনার রঙ্গবমন তেরন, জেলা স্বাস্থ্য সঞ্চালক ডাঃ রাজীব কুমার বরুয়া, জেলা এইডস কন্ট্রোল অফিসার ডাঃ বি কে সরকার সহ অন্যান্যরা।
শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে রেলি সমাপ্ত হয় করিমগঞ্জ আইন মহাবিদ্যালয়ে।
হাসপাতালের কর্মচারীরা ছাড়াও টি.আই এনজিও, দেশবন্ধু ক্লাব, সি.এস.সি ভিহান, আহানা প্রজেক্টের প্রতিনিধিরাও যোগ দেন।
রেলির পর করিমগঞ্জ আইন মহাবিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় সজাগতামূলক সভা।
সভায় বক্তব্য রাখেন জেলা এইডস কন্ট্রোল অফিসার ডঃ বি কে সরকার ও সিনিয়র মেডিকেল অফিসার জিয়াউর করিম ভুঁইয়া সহ অনেকে।
সামাজিক সচেতনতার মাধ্যমে এই রোগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।
পরে দেশবন্দু ক্লাব, টি আই এনজিও, এইচ.আর.জি গ্রুপের মেম্বারদের সাথে অনুষ্ঠিত হয় আরেকটি সজাগতা সভা ও এইচআইভি, টিবি, সিফিলিস শনাক্তকরণ শিবির।
ল্যাবরেটরি টেকনিশিয়ান শশাঙ্ক আচার্য, দীপ রাজ ও হেলথ ভিসিটর মিসু দাস ডাঃ বি. কে সরকারের তত্ত্বাবধানে ২০ জনের রক্ত পরীক্ষা ও টিবি স্ক্রিনিং করেন।