ব্যুরো রিপোর্ট, গণআওয়াজ হাইলাকান্দি : এবার এআইইউডিএফ সুপ্রিমো সাংসদ মাওলানা বদর উদ্দিন আজমলেকে বর্জনেরও ডাক হাইলাকান্দির আলেম সমাজ।
শুক্রবার সংবাদিক বৈঠক করে এই ডাক দেন আলেম সমাজের ইসলামিক বক্তা মাওলানা নাজমুল আলম লস্কর।
তিনি বলেন, আজমলেকে হাইলাকান্দির মানুষ অনেক কিছু দিয়েছেন।
২০০৬ থেকে ২০২১ সাল পর্যন্ত এআইইউডিএফ থেকে কয়েকবার বিধায়ক নির্বাচিত করেছেন।
সংসদীয় নির্বাচনে করিমগঞ্জ লোকসভা আসনে ইউডিএফের প্রার্থীকে তিনবার ভোট দিয়েছেন।
দু’বার সামন্য ভোটের ব্যবধানে প্রার্থী পরাজিত হয়েছেন।
কিন্তু বিনিময়ে হাইলাকান্দির মানুষ পেয়েছেন শুধু প্রতারণা আর মিথ্যা প্রতিশ্রুতি।
আজমল নিজের প্রতিশ্রুতি রক্ষা করতে পারেন নি।
বিধানসভা নির্বাচনে হাইলাকান্দির আয়নাখালে প্রকাশ্য জনসভায় হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন।
কিন্তু আজ পর্যন্ত হাসপাতাল না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন মাওলানা নাজমুল।
আজমলের হাইলাকান্দি সফরে হাইলাকান্দির মানুষ তাদের পঞ্জীভূত ক্ষোভ প্রকাশ করেছেন বলেন তিনি।
তিনি বলেন, বিজেপি সরকারের সময়ে আজমলের আগরের ব্যবসার পথ প্রশস্ত হয়েছে, অথচ বরাকের মানুষ নিজের বাড়ির উৎপাদিত কাঁচা সুপারি বিক্রি করতে পারছেন না।
তাছাড়া বিজেপির সঙ্গে আজমলের গোপন সম্পর্কের কথা সংবাদ মাধ্যমে তুলে ধরেন হাইলাকান্দির বিশীষ্ট মাওলানা নাজমুল আলম লস্কর। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্বারী নূর আহমেদ লস্কর ও সমাজসেবী আব্দুরেজজাক বড়ভূইয়া।