ব্যুরো রিপোর্ট : রাজ্যে সিণ্ডিকেট রাজে নতুন সংযোজন হল কাচা সুপারির সিণ্ডিকেট। বারাকে চলছে কাচা সুপারির এই সিণ্ডিকেট।
কয়লা, সার, বার্মিজ সুপারি সহ অন্যান্য সিন্ডিকেটের পর এবার প্রকাশ্যে এল কাচা সুপারির সিণ্ডিকেট। নতুন করে জন্ম নিয়েছে কাচা সুপারির এই সিণ্ডিকেট।
বরাকের কাচা সুপারির এই সিন্ডিকেটের পকেটে পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা নাকি? এমন প্রশ্ন উঠছে।
কাচা সুপারির নথি পত্ৰ থকার পরও সিন্ডিকেটকে দিতে হয় গুন্ডা টেক্স, এই অভিযোগ গাড়ী চালকের।
প্রতিটি কাচা সুপারির গাড়ি থেকে সিণ্ডিকেট আদায় করছে এক লাখ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত।
মুখ্যমন্ত্রীর কাছের কোন এক বিধায়কের আশীৰ্বাদে নাকি কাছাড়ে চলছে কাচা সুপারির এই সিণ্ডিকেট।
উল্লেখ যে, বারাক হয়ে প্রতিদিন ২৭নং জাতীয় সড়ক দিয়ে এক ‘শ’ থেকে দেড় ‘শ’ কাচা সুপারির গাড়ি রাজ্যের বিভিন্ন অঞ্চলে যাচ্ছে।
সিণ্ডিকেট প্রতিদিন গুন্ডা ট্যাক্স আদায় করছে দেড় কোটি থেকে দুই কোটি টাকা পর্যন্ত।
কখন বন্ধ হবে কাছাড়ের এই গুন্ডা টেক্স আদায় বা সিণ্ডিকেট রাজ? আসাম পুলিশের সঞ্চালক প্ৰধান জি পি সিংও পারবেন না এই সিণ্ডিকেট বন্ধ করতে? এই প্ৰতিবেদন দেখার পর রাজ্যের মূখ্যমন্ত্ৰী কি ধরনের পদক্ষেপ গ্ৰহণ করেন তা হবে লক্ষনিয়।