ব্যুরো রিপোর্ট, গণআওয়াজ : প্রেমের ছলনা করে একটি মেয়ের জীবন নিয়ে খেলা করল করিমগঞ্জ ব্রাহ্মন শাসন গ্রামের বিট্টু দাশ নামের বিবাহিত এক লম্পট যুবক।
মেয়েটির বাড়ি শিলচর ঘুঙ্গুর এলাকায়। লম্পট বিট্টু দাসের সাথে মেয়েটির পরিচয় হয় করিমগঞ্জ থেকে শিলচর আসার পথে রাস্তায়।
মেয়েটি সরকারি চাকুরী করে। রাস্তায় একদিনের পরিচয়ের পর মেয়েটিকে প্রেমের প্রস্তাব দেয় বিট্টু।
কিন্তু মেয়েটি প্রত্যাখ্যান করে। এরপর উন্মাদনা পূর্ণ কর্মকান্ডে মেয়েটিকে ফুসলিয়ে কিছু অশ্লীল ফটো সংগ্রহ করে।
পরে এই ফটো দিয়ে মেয়েটিকে ব্ল্যাকমেলিং করতে শুরু করে। কোন সময় টাকা দাবি, আবার কোন সময় সরকারি চাকরি ছেড়ে ব্যাঙ্গালোরে যাবার জন্য চাপ দেয়।
কিন্তু ব্যাঙ্গালোরে নিয়ে বিক্রি করে দিতে পারে এই ভয়ে মেয়েটি তার প্রস্তাব প্রত্যাখ্যান করায় ব্যক্তিগত ফটো ভাইরাল করে দেয়।
পরে টাকা নিয়ে ভাইরাল করা বিভিন্ন অশ্লীল কর্মকাণ্ডের ছবি প্রত্যাহার করে।
বিগত কয়েক বছর ধরে এভাবে ব্ল্যাকমেলিং করে মেয়েটির পিতার কাছ থেকে প্রায় ৩০ লক্ষ টাকা নিয়েছে বলে আজ গণআওয়াজকে জানিয়েছেন মেয়েটির বাবা।
এদিকে রবিবার লম্পট ছেলে বিট্টুর পিতা বিভাস দাস গণআওয়াজ-এর কাছে স্বীকার করেছেন তাঁর ছেলে অপরাধী।
তিনি প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন, তার ছেলের এই অপরাধের জন্য কোঠর শাস্তি হওয়া উচিত।
অপরাধী সে ছেলে হোক বা অন্য কেউ, সে অপরাধী। তার উপযুক্ত শাস্তি পাওয়া উচিত। অন্যদিকে আশ্বাস স্বেচ্ছাসেবী সংগঠনের মহিলা কর্মকর্তারা মেয়েটির সুরক্ষার জন্য সরকার ও প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন।