অয়াহিদুর রহমান, কলিয়াবর : পড়াশোনা করেছেন, চাকরীর জন্য আবেদনও করেছিলেন, কিন্তু চাকরী জোটেনি।
অবশেষে কলিয়াবরের এক শিক্ষিত যুবক স্বাবলম্বী হতে নার্সারির ব্যবসা বেছে নেন।
কুঠারির এই শিক্ষিত যুবক পূর্ণজিৎ দাস মেসার্স ধরিত্রী নার্সারি নামে একটি নার্সারি শুরু করেন।
আজ এই পূর্ণজিৎ সরকারী চাকরী না করেও যে নিজেকে স্বাবলম্বী করা যায় তার এক উদাহরণ হয়ে উঠেছেন।
সনাতনী হিন্দুদের এক অনন্য সামগ্রী ফুল, পূজাৰ্চনা এবং মাঙ্গলীক অনুষ্ঠান ফুল ছাড়া সম্পূৰ্ণ হয় না।
এই ফুল নিয়েই কুঠরির পূৰ্ণজিৎ নেমেছে জীবন যুদ্ধে। পূর্ণজিৎ দাসের নার্সারিতে রয়েছে নানা ধরনের ফুল।
রঙিন ফুল ক্রেতাদের আমন্ত্রণ জানাচ্ছে।
এছাড়াও পূৰ্ণজিৎ দাসের নার্সারিতে পাওয়া যাচ্ছে নানা ধরনের ফুলের চারা। পূর্ণজিৎ তার নার্সারি ব্যবসায় এখন স্বাবলম্বী, আরও দশজন বেকার লোকের কাছে উদাহরণ হয়ে উঠেছেন।