অয়াহিদুর রহমান, কলিয়াবর : কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের ব্যক্তিগত হাতি সাফারি ২৪ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে ।
সুরক্ষার দুহাই দিয়ে প্রতিটি হাতী সাফারিতে চার সীটের পরিবর্তে এক সীট করার সিদ্ধান্ত নিয়েছে উদ্যান কর্তৃপক্ষ।
কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কর্তৃপক্ষের সিদ্ধান্তের প্রতিবাদে বেসরকারি হাতি সাফারি সংস্থা এই বন্ধ ঘোষণা করেছে।
তবে পর্যটকরা কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের বাগরি বন এলাকায় ব্যক্তিগত হাতি সাফারি উপভোগ করতে পারবেন।
বাগরি বনাঞ্চলে ব্যক্তিগত 32টি হাতি হাতি সাফারি রয়েছে।
কাজিরাঙ্গার বেসরকারি হাতী সাফারি সংস্থা সংবাদ সম্মেলন করে ক্ষোভের সঙ্গে তাদের এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন।