গণআওয়াজ প্রতিবেদন : চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যুর ঘটনায় ফের বিতর্কে শিলচরের নার্সিংহোম।
তবে এবার বিতর্কে উঠে এসেছে ইটখলার বেসরকারি হাসপাতাল মেডিল্যান্ড।
এর আগেও ইটখোলার এই মেডিল্যান্ড হাসপাতাল ভুল চিকিৎসার অভিযোগে অনেকবার তুলপাড় হয়েছে।
এছাড়াও এই হাসপাতালের বিরুদ্ধে রয়েছে রোগীদের কাছ থেকে অত্যধিক টাকা আদায়ের অভিযোগ।
এবার নবজাতক শিশুর মৃত্যুর জন্য এই মেডিল্যান্ডর চিকিৎসকের ভুল চিকিৎসাকে দায়ী করছেন এক পিতা।
পাঁচগ্রামের বাসিন্দা দিলয়ার হুসেন বড়ভূইয়া এই অভিযোগ এনে জানিয়েছেন, স্ত্রী আম্বিয়া বেগম অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকে মেডিল্যান্ডের চিকিৎসক তিলক উপাধ্যায় নিয়মিত চেকআপ করে আসছেন।
রবিবার স্ত্রীর প্রসব যন্ত্রণা উঠলে চিকিৎসক তিলক উপাধ্যায়ের পরামর্শে তিনি মেডিল্যান্ডে ভর্তি করেন।
মেডিল্যান্ডে স্ত্রী আম্বিয়াকে ভর্তি করার পর চিকিৎসক তিলক উপাধ্যায় একটি ইনজেকশন দিয়ে রাত একটায় অপারেশন করা হবে জানান।
কিন্তু এই ইনজেকশন দেওয়ার কিছুক্ষণ পর আম্বিয়া স্বামী দিলয়ারকে জানান তিনি সন্তানের কোন নড়াচড়া টের পাচ্ছেন না।
তাই দিলওয়ার সঙ্গে সঙ্গে চিকিৎসক তিলক উপাধ্যায়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন, কিন্তু তাকে পাননি।
সকাল সাড়ে আটটা নাগাদ চিকিৎসক এসে আম্বিয়াকে অপারেশন থিয়েটারে নিয়ে যান এবং কিছু সময় পর এক সিস্টার এসে তাকে সন্তানের মৃত্যুর খবর জানায়। এনিয়ে হাসপাতালে চরম উত্তেজনার সৃষ্টি হয়। তবে এব্যাপারে চিকিৎসকের কোন মন্তব্য জানা যায়নি।