গণআওয়াজ প্রতিনিধি : কাটাখাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ দীপক রঞ্জন গগৈ, মহিলা কনস্টেবল নাজমা বেগম ও স্থানীয় জামাল উদ্দিন লস্কর নামের এক ব্যক্তি বিরুদ্ধে মামলা হল পাঁচগ্রাম থানায়।
তাদের বিরুদ্ধে অভিযোগ, আব্দুল লতিফ নামের এক ব্যক্তিকে ফাঁড়িতে ডেকে নিয়ে বেধড়ক মারপিট করে তার হাত ভেঙ্গে দিয়েছেন।
জানা গেছে, জামাল কাটাখাল পুলিশে আব্দুল লতিফ লস্কর নামের এক ব্যক্তির বিরুদ্ধে বিশ হাজার টাকা ঋণ নিয়ে না দেওয়ার অভিযোগ করেন।
ফাঁড়ির ইনচার্জ লতিফকে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি জামালের কাছ থেকে ঋণ নেওয়ার কথা অস্বীকার করেন।
এরপর ইনচার্জ এবং ওই মহিলা কনস্টেবল মিলে তাকে বেধড়ক মারপিট করেন, এতে তার হাত ভেঙ্গে যায়।
এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার উত্তপ্ত হয়ে উঠে কাটাখাল পুলিশ ফাঁড়ি চত্বর। শতাধিক পুরুষ মহিলারা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান।
সেই সময় পাঁচগ্রাম থানার সেকেন্ড ওসি এসে ক্ষুব্ধ জনতার কাছ থেকে দুদিনের সময় চেয়ে তাদের শান্ত করেন। আব্দুল লতিফ এনিয়ে পাঁচগ্রাম থানায় দুই পুলিশ কর্মী সহ জামালের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন এবং ডিএসপি ও এসপি-র কাছে নালিশ জানান।