বিশ্বজিত দাস, ধলাই : জাফা-র ২০২৩ সালের রুরাল জার্নালিজম পুরষ্কার প্রাপকের তালিকায় এনামুল কবির লস্করের নাম অন্তর্ভূক্ত হওয়ায় সন্তোষ প্রকাশ করল ধলাই প্রেস ক্লাব সহ বিভিন্ন সংগঠন।
এনামুল দীর্ঘ দিন থেকে নিষ্ঠার সঙ্গে ধলাইর যুগশঙ্খ পত্রিকার সাংবাদিক হিসাবে কাজ করে আসছেন।
তার এই গৌরবের জন্য সোমবার ধলাই পালংঘাট মালুগ্রামে পালংঘাট জিপির প্রাক্তন এপি সদস্য বিক্রম সিংহের ব্যবস্থাপনায় এক সংবর্ধনা আয়োজন করা হয়।
এদিন সাংবাদিক এনামুল কবির লস্করকে উত্তরীয় সহ অন্যান্য উপহার সামগ্রী দিয়ে সংবর্ধনা জানান পালংঘাট জিপির সভাপতি শশাঙ্ক শীল।
এছাড়াও সংবর্ধনা দেন প্রাক্তন এপি সদস্য বিক্রম সিংহ, পালংঘাট সমবায় সমিতির চেয়ারম্যান জিষ্ণু ভট্টাচার্য, কাছাড় জেলা সমবায় ইন্সপেক্টর সঞ্জয় কুমার বর্মন, পানিভরা বাজারের গ্রুপ সদস্য বাপ্পা দাস, বিমল চন্দ, সাজন সিনহা, বিডিএফের জেলা যুব সভাপতি কল্পনার্ভ গুপ্ত, সম্পাদক দেবায়ন দেব, রঞ্জিত নাথ, বিদ্যুৎ নাথ, রসেন্দু নাথ, রাজন পাল, বাবন বসু, আশীষ পাল, রাখালটিলার ভিডিপি সম্পাদক ইসলাম উদ্দিন, বিনোদ গোয়ালা, অজিত বিশ্বাস, বদরুল হোসেন লস্কর, সাহিদ আহমেদ, সঞ্জয় গোয়ালা, সাংবাদিক বিক্রম বিজয় দাস, সাবির আহমেদ, ভঞ্জন দাস, বিবেকানন্দ দাস সহ অন্যান্যরা।
উল্লেখ্য, আগামী জানুয়ারি মাসের প্রথম সাপ্তাহে গৌহাটিতে জাফার এক সভায় রাজ্যস্তরের এই বিশেষ পুরষ্কারটি সাংবাদিক এনামুল কবির লস্করকে দেওয়া হবে।