নির্বাচনের প্রতিশ্রুতি : রাতাবাড়িতে মেডিকেল কলেজর জমি পরির্দশন, উৎসব মুখর দুল্লভছড়া

Spread the love

সুপ্রিয় পাল, দুল্লভছড়া, ৩০ নভেম্বর : দীর্ঘ বছর থেকেই জনগণের দাবি ছিল রাতাবাড়িতে মেডিকেল কলেজর, কিন্তু কয়েক বছর অতিক্রম হলেও অবশেষে বাস্তব হতে চলেছে।

এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে ২৯ নভেম্বর শিলচরে মন্ত্রীসভার বৈঠকে মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মা রাতাবাড়িতে মেডিকেল কলেজ স্থাপনের কথা ঘোষণা করেন।

প্রথম পদক্ষেপ হিসাবে মুখ্যমন্ত্রী রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত, রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকারকে সঙ্গে নিয়ে রামকৃষনগর এলাকার দুইটি স্থান পরিদর্শন করার পাশাপাশি ভৌগোলিক দিক দিয়ে দীর্ঘ আলোচনা সহ অন্যান্য জেলার সঙ্গে যোগাযোগের ব্যবস্থা ও খাতিয়ে দেখেন।

জমি পরিদর্শন সহ মেডিকেল কলেজ নির্মাণে ৬৫০ কোটি টাকা বরাদ্দের খবর চাউর হতে দুল্লভছড়ার গোটা অঞ্চল আনন্দের উৎসবে মেতে উঠেন।

২৯ নভেম্বর সন্ধ্যায় বিজেপির দলীয় কর্মী ও বিভিন্ন অঞ্চলের জনগণ একত্রিত হয়ে দুল্লভছড়া নেতাজি মূর্তির সামনে  আতশবাজি ফাঁটিয়ে আনন্দে মেতে ওঠেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মা, রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত ও রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ সহ জিন্দাবাদ ধ্বনির মাধ্যমে গোটা এলাকার  মুখরিত করেন।

একই দিনে সিংলাছড়া বিজেপি কায‍্যালয়ে বিজেপি কর্মী ও স্থানীয় নাগরিকেরা সাংবাদিক সম্মেলনে বিগত দিনে চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ আসা-যাওয়ার বিভিন্ন সমস‍্যার কথা তুলে ধরেন।

এবং প্রধান মন্ত্রী, রাজ‍্যর মূখ্যমন্ত্রী, স্ব‍াস্থ‍্য মন্ত্রী ও রাতাবাড়ি বিধায়কদের দীর্ঘায়ূ কামনা করে উপস্থিত জনদের মধ্যে মিষ্টি বিতরন করেন। সাংবাদিক সন্মলনে উপস্থিত ছিলেন বাগান পঞ্চায়েত শ‍্যামধর ভর, প্রেমচান্দ কানু, দিনানাথ হরিজন, রম্ভা গোয়ালা সহ অন‍্যানরা।

Gana Awaz Desk

Avatar

Leave a Reply

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token