মিঠুন বড়ুয়া, মার্গেরিটা : কেন্দ্ৰীয় সরকার এবং উলফার আলোচনা পন্থীদের মধ্যে স্বাক্ষরিত চুক্তিকে স্বাগত জানালেন সত্ৰ মুক্তি সংগ্ৰাম সমিতির কেন্দ্ৰীয় সাধারণ সম্পাদক রাহুল চেত্ৰী।
তিনি বলেন, এনিয়ে মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাকে রাজনীতি করতে হবেনা।
কারন এই শান্তি চুক্তির মাধ্যমে আসামে বসবাসকারী আদিবাসীদের উপকার হওয়া উচিত।
রাহুল বলেন, উলফায় যোগদান করা হাজার হাজার যুবক তাদের মাতৃভূমির জন্য প্ৰাণ ত্যাগ করেছে।
আবার অনেক আত্মসমর্পণকারী উলফা ক্যাডার এখনও চূড়ান্ত রায়ের জন্য আদালতে আসা-যাওয়া করছে।
সেজন্য ছাত্র মুক্তি সংগ্ৰাম সমিতি শান্তি চুক্তির উপর তীক্ষ্ণ নজর রাখবে যাতে শান্তি চুক্তি বৃথা যায় না।