আবিদুর রহমান, করিমগঞ্জ : দলের ২৫ তম প্রতিষ্ঠা দিবসে করিমগঞ্জে দলীয় পতাকা উত্তোলন করে বিধায়ক কমলাক্ষকে কটাক্ষ করলেন তৃনমূল কংগ্রেসের কর্মীরা।
এদিন পতাকা উত্তোলনের পর করিমগঞ্জ শহরের মাইজডিহিতে দলের জেলা সভাপতি আব্দুল রসিদ আহমদের বাড়িতে কর্মীসভা হয়।
এই সভায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের প্রদেশ কমিটির সদস্য তথা করিমগঞ্জ লোকসভা আসনের মনোনয়ন প্রত্যাশী বদরুল ইসলাম বড়ভূইয়া।
তিনি এদিন কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল কংগ্রেসকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান।
সভার শেষে বদরুল ইসলাম সহ অন্যান্যরা বিধায়ক কমলাক্ষকে আক্রমণ করে সাংবাদিকদের বলেন, ইণ্ডিয়া জোটের টিকিট কাকে দেওয়া হবে তা উর্ধ্বতম কর্তীপক্ষ দেখবে।
কিন্তু উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার প্রাক্তন সাংসদ সুস্মিতা দেবকে নিয়ে সামাজিক মাধ্যমে অপপ্রচার চালাচ্ছেন।
বদরুল বলেন, একজন বিধায়ক হয়ে নিজের জোটের অন্য প্রার্থী প্রত্যাশীদের নিয়ে এধরনের মন্তব্য বা কটাক্ষ করা উচিত হয়নি।
এছাড়াও বদরুল বরাক উপত্যকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে বিজেপি সরকারের কঠোর সমালোচনা করেন।
তিনি বলেন, করিমগঞ্জ লোকসভা আসন পুনরুদ্ধার করার সেরা সুযোগ ২৪শের নির্বাচন। আইনজীবী রসিদ আহমেদ চৌধুরীর পৌরহিত্যে এই সভায় অনান্যদের মধ্যে বক্তব্যে রাখেন পরিমল রায়, আব্দুল বাছিত, মৌলানা দিনার আহমেদ প্রমুখ।