মোস্তাফা আহমেদ মজুমদার, হাইলাকান্দি : করিমগঞ্জ লোকসভা আসনের কংগ্রেসের মনোনয়ন প্রত্যাশী সাত প্রার্থী সোমবার করিমগঞ্জের এক রেস্টুরেন্টে গোপন গোল টেবিল বৈঠক করলেন।
করিমগঞ্জে সাত মনোনয়ন প্রত্যাশীর এক টেবিলে গোল মিটিং।
এগারো জন মনোনয়ন প্রত্যাশী মধ্যে হঠাৎ সাতজন প্রার্থী এক টেবিলে আলাপচারিতায় দেখে ভোটারদের মধ্যে ব্যাপক চর্চা শুরু হয়।
এই বৈঠকের চব্বিশ ঘণ্টার মধ্যে হাইলাকান্দিতে দলীয় কর্মকর্তাদের সঙ্গে একান্ত আলাপচারিতায় মিলিত হন করিমগঞ্জ লোকসভায় কংগ্রেসের মনোনয়ন প্রত্যাশী আমিনুর রশীদ চৌধুরী।
যদিও তিনি জানিয়েছেন, এক কংগ্রেস কর্মীর ঘরে তার নৈশভোজের আমন্ত্রণ ছিল তাই আমন্ত্রণ রক্ষা করতে এসেছেন।
তিনি করিমগঞ্জের এক রেস্টুরেন্টে গোপন বৈঠকের কথা সাংবাদিকদের কাছে অস্বীকার করেছেন।
তবে আমিনুর স্বীকার করেছেন, সেখানেও একজনের নিমন্ত্রণ রক্ষা করতে দলের সাতজন মনোনয়ন প্রত্যাশী এক টেবিলে বসে খাওয়া দাওয়া করছেন।
তার ফাঁকে কিছু রাজনৈতিক আলোচনাও হয়েছে।
তবে, কংগ্রেসর দীর্ঘদিনের একজন সৈনিক হিসেবে আসন্ন লোকসভা নির্বাচনে দলীয় মনোনয়ন পাবেন বলে দলের প্রতি আস্থা প্রকাশ করেছেন।
আমিনুর আশাবাদী দলের দুর্দিনে যারা পাশে ছিল তাদেরকে অগ্ৰাধিকার দেওয়া হবে।
হাইলাকান্দি জেলা কংগ্রেস সভাপতি সামস উদ্দিন বড়লস্কর জানিয়েছেন, সাত মনোনয়ন প্রত্যাশীকে করিমগঞ্জে এক টেবিলে দেখে আনন্দ হয়েছে।
তিনি আগামী দিনে দলের এগারোজন মনোনয়ন প্রত্যাশীকে এভাবেই এক টেবিলে বসার আহ্বান জানান। করিমগঞ্জ লোকসভায় কংগ্রেসের এগারোজন মনোনয়ন প্রত্যাশী রয়েছেন, তাদের মধ্যে দলীয় মনোনয়ন পাবেন একজন।