মিঠুন বড়ুয়া, মার্গেরিটা : মার্গেরিটার শ্ৰী শ্ৰী রামকৃষ্ণ সেবা আশ্রমে আজ মা শারদা দেবীর ১৭১তম আবিৰ্ভাব তিথি উদযাপন করা হয়।
মা শারদা দেবীর প্ৰতিমূৰ্ত্তির সামনে প্রদীপ প্রজ্জ্বলন করে মাল্যৰ্পন করে কাৰ্যসূচীর সূচনা করেন মার্গেরিটা মহাবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ডঃ রানা বিজয় দেব এবং বেলা দেব।
এরপর অনুষ্ঠিত হয় সম্বর্ধনা অনুষ্ঠান।
এদিন সম্বর্ধনা দেওয়া হয় মার্গেরিটা অবসরপ্রাপ্ত অধ্যাপক ড০ রানা বিজয় দেব, শ্রীমতী বেলা দেব, রামকৃষ্ণ সেবা আশ্ৰম সমিতির সভাপতি ভানু চক্ৰবৰ্তী, উপ সভাপতি অমুল্য মজুমদার এবং মার্গেরিটা সংবাদিক সংস্থার কোষাধ্যক্ষ মিঠুন বড়ুয়াকে।
প্রত্যেককে অসমীয়া গামোছা দিয়ে সৰ্মধনা জনান রামকৃষ্ণ সেবা আশ্রম সমিতির কর্মকর্তারা।
পরে মা শারদা দেবীর ১৭১তম আবিৰ্ভাব তিথি উপলক্ষে মার্গেরিটার বিভিন্ন অঞ্চলে বসবাসরত ৫৫ জন লোককে একটি করে কম্বল বিতরণ করা হয়।
রামকৃষ্ণ সেবা আশ্ৰম সমিতির মার্গেরিটা সভাপতি ভানু চক্ৰৱৰ্তী জানান, শ্ৰী শ্ৰী রামকৃষ্ণ সেবা আশ্ৰমের প্ৰধান কাজ হচ্ছে বিনা স্বাৰ্থে সেবা করা।
জাতি, ধৰ্ম, ভাষা নিৰ্বিশেষে সকলকে সমান চোখে দেখা।
তিনি বলেন, আগামী দেনেও এভাবে মহান কাৰ্যসূচী হাতে নিতে আমরা প্ৰত্যেকই সংকল্পবদ্ধ হব।