অনিমেষ চক্রবর্তী, বড়খলা : সবুজ সংঘ কমিউনিটি সেণ্টারে জাতীয় যুব দিবস হিসাবে যথাযোগ্য মর্যদায় পালিত হল স্বামী বিবেকানন্দের ১৬১ তম জন্ম বার্ষিকী।
স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে প্রদ্বীপ প্রজ্জ্বলন, মাল্যদান ও পুষ্পার্ঘ অর্পন করেন সেণ্টারের সহ-সভাপতি শ্যামসুন্দর সাউ, স্বপ্না দাস এবং সদস্যরা।
পরে যুব দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা করা হয়।
সেণ্টারের সম্পাদক গৌতম ধরচৌধুরী যুব সমাজকে স্বামীজির পথ ও আদর্শ অনুসরণ করে চলার আহ্বান জানান।
এদিন উপস্থিত ছিলেন লিপিকা দাস, ঝুমা দাস, গোপাল ধরচৌধুরী, কমল দত্ত প্রমূখ।
অন্যদিকে বড়খলার সেচ্ছাসেবী সংঘটন সেডোতেও জাঁকজমক অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন হয় স্বামী বিবেকানন্দের জন্ম বার্ষিকী।
সেডোর পক্ষ থেকে স্বামী বিবেকানন্দের প্রতিকৃতি নিয়ে এক বর্ণাঢ্য প্রভাতফেরী বড়খলার প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে।
এই পরিক্রমায় অংশ নেন সামাজিক সংস্থা সবুজ সংঘ কমিউনিটি সেণ্টার, বড়খলা রামকৃষ্ণ সেবাসংঘ, এনআরএলএম, মহিলা এসএইচজি দল সহ ছাত্র-ছাত্রী ও অভিভাবকগণ।
স্বামীজির প্রতিকৃতিতে প্রদ্বীপ প্রজ্জ্বলন, মাল্যদান ও পুষ্পার্ঘ অর্পণ করেন সেডোর আমন্ত্রিত অতিথি জেলা পরিষদের চেয়েরম্যান অমিতাভ রাই, সহ অন্যান্যরা।
যুব দিবস এবং স্বামীজির আদর্শ নিয়ে আলোচনা করেন অমিতাব রাই, এলাকার প্রবীণ নাগরিক রশেন্দ্র শর্মামজুমদার, রাজা জিসি স্কুলের প্রধান শিক্ষক রূপক কান্তিপাল, প্রাক্তণ শিক্ষক সুব্রত দে, এনআরএলএম বড়খলা ব্লকের বিপিএম মনোরঞ্জন সূত্রধর, জিপি সভাপতি কংকণ চক্রবর্তী, সেডোর সম্পাদক অজিত দাস ও প্রাক্তণ জিপি সভানেত্রী স্বপ্না দাস।
অনুষ্ঠানের মধ্যে ছিল নৃত্য, নাটক, সংগীত ও সেডো বিদ্যানিকেতনের বার্ষিক ক্রীড়ায় অংশ গ্রহণকারী প্রতিযোগীদের পুরুস্কার বিতরণ। এদিনের গোটা অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন অমৃত চক্রবর্তী, রাজর্ষী শর্মামজুমদার।