জয়পুরে বিদ্যার্থী পরিষদ উদযাপন করল স্বামী বিবেকানন্দের ১৬১ তম জন্মজয়ন্তী

Spread the love

শুভ্রজিত আচার্য্য, জয়পুর : অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের জয়পুর শাখার উদ্যোগে আজ স্বামী বিবেকানন্দের ১৬১ তম জন্মজয়ন্তী উদযাপন করা হয়।

সমগ্র ভারতের সাথে সঙ্গতি রেখে জয়পুর অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ উৎসাহ উদ্দীপনার সাথে এই দিনটি পালন করে।

সকাল সাড়ে নটায় পরিষদের নবীন প্রবীন কার্যকর্তারা স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

সকাল দশটায় বের হয় এক বর্ণাঢ্য শোভাযাত্রা।

জয়পুর বাস স্ট্যান্ড থেকে শোভাযাত্রা বের হয়ে জয়পুর রাজাবাজার, নূতন বাজার, ব্লক খেলার মাঠ পরিক্রমা করে জয়পুর বাস স্ট্যান্ড শনি মন্দিরের সামনে এসে সমাপ্ত হয়।

এরপর অনুষ্ঠিত হয় বৌদ্ধিক অনুষ্ঠান।

বৌদ্ধিক অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত ছিলেন এবিভিপি জয়পুর শাখার সভাপতি বাবুল বিশ্বাস, সম্পাদক সুমন চক্রবর্তী।

অনুষ্ঠানে মূখ্য অথিতি ছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের লক্ষীপুর জেলার জেলা কার্যবাহ গৌতম শুক্লবৈদ্য ও এবিভিপি’র আসাম প্রদেশ সমিতির কার্যনির্বাহক সদস্যা প্রিয়াঙ্কা দাস।

গৌতম শুক্লবৈদ্য এদিন স্বামী বিবেকানন্দের জীবনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

তিনি বলেন স্বামীজী ভারতকে বিশ্ব গুরুর আসনে প্রতিষ্ঠিত করার যে স্বপ্ন দেখেছিলেন আজ প্রকৃত অর্থে বাস্তবায়িত হতে চলছে।

এছাড়াও ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন শাখা সভাপতি বাবুল বিশ্বাস। এদিন শোভাযাত্রায় অংশ নেন আর.সি.বি.পি এইচ.এস স্কুলের বিদ্যার্থী, বীণাপাণি এইচ.এস স্কুলের বিদ্যার্থী ও ব্লোসোম ইংলিশ এইচ.এস স্কুলের বিদ্যার্থীরা।

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token