ব্যুরো রিপোর্ট, গণআওয়াজ : অযোধ্যায় রামমন্দিরের অনুষ্ঠানিক উদ্বোধন হচ্ছে ২২ জানুয়ারি, কিন্তু উপস্থিত থাকছেন না চার প্রমুখ শঙ্করাচার্য।
তাদের মতে অযোধ্যায় রামমন্দিরের কাজ চলছে, অর্ধসমাপ্ত মন্দির উদ্বোধন করা যায় না।
উত্তরাখণ্ডের জোশীমঠ, গুজরাতের দ্বারকা, ওড়িশার পুরী এবং কর্নাটকের শ্রীঙ্গেরির শঙ্করাচার্যরা সিদ্ধান্ত নিয়েছেন, ২২ জানুয়ারি তারা অযোধ্যায় থাকবেন না।
উত্তরাখণ্ডের জোশীমঠের শঙ্করাচার্য বলেছেন, সনাতন ধর্ম অনুযায়ী অর্ধসমাপ্ত মন্দিরের উদ্বোধন করা যায় না।
তাই তিনি শাস্ত্রবিরোধী হতে চান না বলেই এই সিদ্ধান্ত।
পুরীর শঙ্করাচার্য নিশ্চলানন্দ সরস্বতী জানিয়েছেন, তিনি তার পদের মর্যাদা সম্পর্কে সচেতন।
সেখানে গিয়ে কী করবেন? মোদীজি উদ্বোধন করবেন, মূর্তি ছোঁবেন, আর আমি সেখানে দাঁড়িয়ে হাততালি দেব?
পুরীর এই শঙ্করাচার্য জানিয়েছেন, ‘রামমন্দিরের উদ্বোধন অনুষ্ঠান পুরোটাই রাজনৈতিক শো তাই সেখানে যাচ্ছি না।
গুজরাটের দ্বারকাপীঠের মন্ত্রী ব্রক্ষ্মচারী নরয়ানন্দ বলেছেন, মন্দিরের উদ্বোধন নিয়ে কোনো আপত্তি নেই।
তিনি খুশি, তবে তাকে বেশ কিছু প্রটোকল অনুসরণ করতে হয় আগে থেকে তার নির্ধারিত কিছু সূচি রয়েছে। তাই তিনি অযোধ্যায় যেতে পারবেন না।