স্বপন পাল, দার্জিলিং : দার্জিলিং-এ অনুষ্ঠিত হল হিউম্যান ট্রাফিকিং প্যারা লিগেল ভলেন্টিয়ার শীর্ষক কর্মশালা।
আন্তর্জাতিক জাস্টিস মিশন কলকাতা এবং দার্জিলিং জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে অনুষ্ঠিত হয় এই কর্মশালা।
জেলা আইনি পরিষেবা কনফারেন্স হলে অনুষ্ঠিত এই কর্মশালায় হিউম্যান ট্রফিকিং অর্থাৎ মানব পাচার নিয়ে আলোচনা করা হয়।
ইন্টারন্যাশনাল জাসটিস মিশনের পক্ষে পিয়ালী সরকার মুখ্য রিসোর্স পার্সন ছিলেন।
তিনি মানব পাচার নিয়ে পার্শ্ব আইনি সহায়কদের ভূমিকা এবং তাদের দায়িত্ব নিয়ে বিশদ আলোচনা করেন।
মানব কিভাবে হয় এবং পাচারের পর তারা কোথায় যায়, কোন কোন ক্ষেত্রে পাচারকারীরা তাদের বিক্রি করে এবং কোন কোন পরিস্থিতিতে মানুষ পাচার হয় আলোচনা করেন।
পাচারের পর পার্শ্ব আইনি সহায়করা কিভাবে অভিযোগ জানাবেন, কোথায় অভিযোগ জানাবেন এ বিষয়েও আলোচনা করেন ।
এছাড়া বন্ডেড লেবার নিয়েও বিস্তারিত আলোচনা করেন অভিষেক মাশাই।
এই কর্মশালায় অসংগঠিত শ্রমিকদের আইনি সচেতনতা ও তাদের অধিকার নিয়ে আলোচনা করেন রিসোর্স পার্সনরা।
কর্মশালাটি একটি অভিনব পদ্ধতিতে শিক্ষনীয় করে তোলেন প্রশিক্ষকরা।
এই কর্মশালার উদ্বোধন করেন দার্জিলিং জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব ছিরিং ইয়াগচেন লেপচা।
কর্মশালায় ২৫ জন পার্শ্ব আইনি সহায়ক উপস্থিত ছিলেন। এছাড়াও ছিলেন, দার্জিলিং জেলার প্রটেকশন অফিসার রূপেন্দ্র তামাং ও দার্জিলিং জেলার স্বেচ্ছাসেবী সংস্থার অনুজ্ঞালয়ের প্রতিনিধিরা।