নিউজ ডেক্স, গণ আওয়াজ : উধারবন্দ বিদ্যুৎ বিভাগে কী কারো কু-নজর লেগেছে? না কি বিদ্যুৎ বিভাগের কর্মীরা মাতালগ্রস্ত?
এই প্রশ্ন দেখা দিয়েছে, মধুরা জিপির বাসিন্দা রাম কুমার বৈষ্ণবের অভিযোগের পর।
তাঁর অভিযোগ মতে, ঘরে স্ত্রী গোপা বৈষ্ণবের নামে রয়েছে একটি বৈদ্যুতিক সংযোগ।
কিন্তু উধারবন্দ বিদ্যুৎ বিভাগ স্বামী-স্ত্রী দুজনের নামে দুটি বিল দিয়ে যাচ্ছে। দুটি সংযোগে দুজনের নামে বিল পাঠিয়ে যাচ্ছে উধারবন্দ বিদ্যুৎ বিভাগ।
অন্যদিকে বিল পরিশোধ না করায় পদ্মা নুনিয়া নামের এক মহিলার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।
কিন্তু ডিসকানেকশন চার্জ সহ বিল পরিশোধের চার দিন পরও গ্রাহককে সংযোগ দিচ্ছেনা উধারবন্দ বিদ্যুৎ বিভাগ।
এনিয়ে তিনি উধারবন্দ বিদ্যুৎ বিভাগের বিরুদ্ধে গ্রাহক হয়রানীর অভিযোগে কনজিউমার ফোরামে মামলা করার কথা ভাবছেন বলেও জানিয়েছেন।
কিন্তু এখানেও প্রশ্ন দেখা দিয়েছে, সরকারী বিভাগের বিরুদ্ধে কি কনজিউমার ফোরামের ব্যবস্থা নেওয়ার আসপর্দা দেখানর ক্ষমতা আছে?