নিউজ ডেক্স গণআওয়াজ : মকর সংক্রান্তিতে লোকে লোকারণ্য হয়ে উঠল বড়খোলার ছোট রামপুর বাগানের ঐতিহ্যবাহী সন্যাসী টিলা।
বিভিন্ন অলৌকিক ঘটনায় বিজড়িত এই টিলায় রয়েছে শিব বাবার মন্দির। মকর সংক্রান্তির দিনে পুজো দিতে লক্ষাধিক লোকের সমাগম হয়েছে এই পবিত্র টিলায়।
এতদিন এই তীর্থ স্থান সন্যাসি টিলা প্রচারের আলোয় না আসলেও আজও গণআওয়াজের টীম পৌঁছেন টিলার উপরের মন্দির পর্যন্ত।
সেখানে রয়েছে কমিটির কার্যালয়। পুরোটাই তথ্যাবধান করছেন বাগান কর্তৃপক্ষ।
দর্শনার্থীদের টিলার উপরে শিব বাবার মন্দির পর্যন্ত পৌছার জন্য সিঁড়িও তৈরি করে দেওয়া হয়েছে।
এক কথায় বরাক উপত্যকার তীর্থ ভুমি ভুবন পাহাড়ের মত আরও একটি তীর্থ ভুমি হল বড়খলার ছোটরামপুরের এই সন্যাসি টিলা।
সন্যাসি টিলা কেন একটি পবিত্র তীর্থ ভুমি? এমন কি অলৌকিক ঘটনা জড়িয়ে রয়েছে এই সন্যাসি টিলার সঙ্গে?
বিষ্ণু বাগতি জানিয়েছেন, দীর্ঘ বছর আগে এই এলাকা ঘোর জঙ্গলাকীর্ণ ছিল, সেই সময় এখানে এক ব্যক্তি সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় ধ্যান মগ্ন ছিলেন এবং তাঁর পাশে ছিল বাঘ।
যারা এই দৃশ্য দেখেছে তারা ভয়ে পালিয়ে যায় এবং পরে দলবদ্ধভাবে আসে, বাঘ তাদের দেখে ডাকাডাকি শুরু করলে সন্যাসিবাবা বাঘগুলোকে যাও যাও বলে তাড়িয়ে দেন।
এছাড়াও এই টিলা আরও একটি অলৌকিক ঘটনার সাক্ষী রয়েছে জানিয়েছে কমিটির কর্মকর্তারা।
এই অলৌকিক ঘটনাটি হচ্ছে, সন্যাসি বাবা যে গাছের নিচে বসে তপস্যা করছিলেন, এক সময় তিনি সেই গাছের ভেতরে চলে গিয়েছিলেন।
তারা সন্যাসি বাবার তপস্যার স্থান এবং সেই গাছের বিদ্যমান জড় দেখিয়ে একথা জানান। পরবর্তিতে তিনি এখানেই দেহ ত্যাগ করেন এবং মন্দিরের পাশেই তাঁর সমাধিস্থল রয়েছে।