ইসমাইল হোসেন, মৈরাবাড়ী : সমাগত ঈদ। ঈদে শান্তি-শৃঙ্গখলা বজায় রাখতে প্ৰাক মুহূৰ্তে মৈরাবাড়ী থানায় উপস্থিত হলেন জেলা পুলিশ সুপার হেমন্ত কুমার দাস।
ঈদের দিন যাতে কোনো অপ্ৰীতিকর বা অবাঞ্চিত পরিবেশের সৃষ্টি না হয় তা পর্যালোচনা করতে অঞ্চলের গাঁওরক্ষী বাহিনীর সঙ্গে দীর্ঘ আলোচনা করেন তিনি।
একই সঙ্গে ইসলাম ধৰ্মাবলম্বী লোকদের ঈদের দিন শান্তি শৃংখলা বজায় রাখার আহ্বান জানান জেলা পুলিশ সুপার।
পর্যালোচনা সভায় নাগরিক কমিটি, গাঁওরক্ষী বাহিনী সহ অঞ্চলের সচেতন নাগরিকদের সঙ্গে উপস্থিত ছিলেন মৈরাবাড়ী পুলিশ থানার ভারপ্ৰাপ্ত আধিকারিক পঙ্কজ দাসও।