মোস্তাফা আহমেদ মজুমদার, হাইলাকান্দি : করিমগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী এআইইউডিএফ নেতা সাহাবুল ইসলাম চৌধুরী ওরফে পারুলের ব্যতিক্রমী পদক্ষেপ।
পাথারকান্দি বিধানসভার কটামণী এবং ছলামনা অঞ্চল থেক উচ্ছেদ ৪৫টি পরিবারকে পুনর্বাসনের ব্যবস্থা করে দিলেন তিনি।
নিজের ব্যক্তিগত তহবিল থেকে উত্তর করিমগঞ্জের বটরশিতে জমি ক্রয় করে উচ্ছেদ হওয়া ৪৫টি পরিবারকে বাড়ি বানিয়ে পুনর্বাসনের ব্যবস্থা করে দিয়েছেন পারুল।
সঙ্গে একটি মসজিদ এবং কবরস্থান নির্মানের প্রস্তুতি নিয়েছেন এআইইউডিএফ-এর এই নেতা।
আগামী ২২ জানুয়ারি সাংসদ মাওলানা বদর উদ্দিন আজমল এই মসজিদ এবং কবরস্থানের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বলে জানান পারুল।
এতে সকলের উপস্থিতি কামনা করেছেন এআইইউডিএফ নেতা সাহাবুল ইসলাম চৌধুরী ওরফে পারুল।
তিনি জানান, নিঃস্বার্থেই অসহায় গৃহহীনদেরকে আশ্রয় দিয়েছেন। এতে নিজেকে গর্বিত মনে করে পারুল বলেন এখানে কোন ধরনের রাজনীতি বা স্বার্থ জড়িত নয়।