ব্যুরো রিপোর্ট : প্রচারবিহীন ভাবে কাজ করে আসা ভারতীয় বরাক নাগরিক মঞ্চ (বিবিএনএম) এর পক্ষ থেকে গণশিক্ষা অভিযানের ছয় নম্বর শাখার আজ আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে।
গত এক বছর যাবৎ প্রচারবিহীন ভাবে কাজ করে আসা ভারতীয় বরাক নাগরিক মঞ্চ বরাকের বিভিন্ন অঞ্চলে বর্তমানে গণ শিক্ষা অভিযানের পাঁচটি শাখায় গরিব এবং হতদরিদ্র পরিবারের ছেলেমেয়েদের বিনামূল্যে শিক্ষা প্রদান করে আসছে।
আজ ছয় নম্বর শাখাটি দুধ পাতিলের মাছুঘাট আফর এলাকার হতদরিদ্র পরিবারের ছেলে মেয়েদের বিনামূল্যে শিক্ষা প্রদান চালিয়ে যেতে উদ্বোধন করা হয়েছে।
ভারতীয় বরাক নাগরিক মঞ্চ শুধু শিক্ষার দিক থেকেই নয় বিভিন্ন দিক থেকে সমাজের হয়ে কাজ করে আসছে এবং ভবিষ্যতেও করে যাবে।
এদিন ছয় নম্বর শাখাটির শিক্ষকতার দায়িত্ব প্রয়াত মকবুল আলী বড়ভূইয়ার নাতি মকসুদ আলম বড়ভূইয়াকে দেওয়া হয়।
সংগঠনের পক্ষ থেকে জনসাধারণের কাছে পাশে থাকার আবেদন করা হয়েছে।
উদ্বোধনে ভারতীয় বরাক নাগরিক মঞ্চের উপ-সভাপতি মাসুক আলম বড়ভূইয়া সাধারণ সম্পাদক রাজু দাস, মহিলা সম্পাদিকা -মধুমত্তমা দাস কানুনগো উপস্থিত ছিলেন।
এদিন বিশেষ হিসেবে অথিতি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক তথা শিক্ষক মনসুর আলম বড়ভূইয়া।