রাজ্যজুড়ে বিভিন্ন কর্মসূচির মধ্যে শুরু হয়েছে ত্রিপুরা পুলিশের ১৫০তম বর্ষপূর্তি  

Spread the love

গণআওয়াজ প্রতিনিধি, আমবাসা : ত্রিপুরা পুলিশের ১৫০তম বর্ষপূর্তি উপলক্ষে নানান কর্মসূচি গ্রহন করা হয়েছে।

তার অঙ্গ হিসেবে আজ ধলাই জেলা পুলিশের উদ্যোগে আমবাসা থানা কালিবাড়ি প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় বসে আঁকো প্রতিযোগিতা।

নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত চারটি বিভাগে হয় এই অঙ্কন প্রতিযোগিতা। অঙ্কন প্রতিযোগিতায় মহকুমার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে।

প্রতিযোগিতা শেষে বিচারক মন্ডলীর নির্বাচিত চারটি গ্রুপের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

এদিন ডিএসপি কিশোর উচই বলেন পুলিশের ১৫০ তম বর্ষকে কেন্দ্র করে রাজ্য জুড়ে বিভিন্ন কর্মসূচি চলছে।

ধলাই জেলা পুলিশও হাতে বিভিন্ন কর্মসূচি নিয়েছে।

এই অঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে সমাজের বিভিন্ন সচেতনতামূলক বিষয়গুলিকে তুলে ধরার চেষ্টা করা হয়।

এদিনের প্রতিযোগিতায় উপস্থিত সকলকে শুভেচ্ছা জানান ডিএসপি কিশোর উচই।

এই প্রতিযোগিতা সম্পর্কে আমবাসা থানার ওসি বিশ্বজিৎ দেববর্মা বলেন তারা সর্বদাই বিভিন্ন সামাজিক কর্মসূচি পালন করেন।

সমাজকে যেমন অপরাধ মুক্ত করতে চেষ্টা করা হচ্ছে তেমনি এই ধরনের অঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে সমাজে একটি সু-বার্তা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে আমবাসা পুলিশ।

অঙ্কন প্রতিযোগিতায় অন্যান্যদের মধ্যে ছিলেন এডিশন্যাল এসপি অলিবিয়া দেববর্মা, ইন্সপেক্টর গোবিন্দ দাস, আমবাসা মহিলা থানার ওসি অপর্ণা চৌধুরী সহ অন্যান্যরা। অঙ্কন প্রতিযোগিতাকে কেন্দ্র করে ছাত্র-ছাত্রীদের মধ্যেও ছিল ব্যাপক উৎসাহ।

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token