পূর্ত দপ্তরের কাজে ব্যাপক দুর্নীতি! টনক নড়ছেনা সরকারের

Spread the love

নিউজ ডেক্স, গণআওয়াজ : পূর্ত দপ্তরের কাজে ব্যাপক দুর্নীতির অভিযোগ বার বার সামনে আসছে, আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন জনগণ।

কিন্তু টনক নড়ছেনা সরকার এবং সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের। কাজ করার সাথে সাথেই উঠে যাচ্ছে পিচ।

তারাপুর ইএনডি কলোনি পয়েন্ট থেকে রংপুর ব্রিজ পর্যন্ত কাজের দায়িত্বে রয়েছে ন্যাশনেল হাইওয়ে অথরিটির।

কিন্তু কাজ এতই নিম্নমানের করা হচ্ছে যে একদিকে শেষ হওয়ার আগেই অন্যদিকে উঠে যাচ্ছে পিচ।

তারাপুর অভার ব্রিজ এবং রংপুর ব্রিজের পিচ ধ্বসে এখনই ধ্বসে যাচ্ছে, বর্ষার সময় বেহাল দশা হতে পারে এই আশংকা সচেতন মহলের।

একই অবস্থা পুরো শিলচরের রাস্তার।

গণআওয়াজ-এ পর পর সংবাদ পরিবেশনের পর দুটি ব্রিজের উপরে মেরামত করা হয়, কিন্তু ফের ধ্বসে গিয়ে বড় বড় ফাটল ধরেছে।

এরকম নিম্নমানের কাজের অভিযোগ উঠেছে সোনাবাড়ীঘাটে। মাত্র কয়েকদিন আগে এই রস্তার পিচের রিপিয়ারিং-এর কাজ করা হলেও ভেঙ্গে গিয়েছে।

আইনজীবী পারভেজ আহমদ মজুমদার নিজে সোনাবাড়ি ঘাটের পূর্তদপ্তরের রাস্তার এই বেহাল দশা ক্যামেরাবন্দী করেছেন। তিনি এই কাজ বন্ধ রেখে উচ্চপর্যায়ের তদন্তেরও দাবী জানিয়েছেন।

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token