ধর্মনগর প্রতিনিধি :
সোমবার ধর্মনগর বড় কালীবাড়ির দিঘী প্রাঙ্গণে প্রাণিসম্পদ বিকাশ দপ্তর এবং এনিমেল ওয়েলফেয়ারের যৌথ উদ্যোগে এক টিকাকরণের কর্মসূচি পালন করা হয়।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ আর ডি ডি এর ডেপুটি ডাইরেক্টর ডঃ এল রয়তে, জেলা প্রাণিসম্পদ দপ্তরের হাসপাতালের সুপারেনটেন্ট ডাঃ সপ্তক দে এবং ডাঃ দিপ্তেন্দু নাগ।
সকাল থেকে বিকাল পর্যন্ত এই টিকাকরণ কর্মসূচি পালন করা হয়।
এদিন শুধুমাত্র রাস্তার কুকুর নয় মানুষের বাড়ির কুকুরগুলিকে টিকা করন করা হয়েছে।
কুকুরগুলির স্বাস্থ্য পরীক্ষা করে টিকাকরণ বিভিন্ন ধরনের লোশন এবং কৃমির ঔষধও বিনামূল্যে দেওয়া হয়।
এই ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান সুপারেনডেন্টেন ডাঃ সপ্তক দে।
দিন ব্যাপী এই অনুষ্ঠানে সাধারণ মানুষের পালিত এবং রাস্তার কুকুরগুলিকে টিকাকরণ করতে পেরে তারা স্বস্তিও প্রকাশ করেছেন।