চোরের দাপটে আতঙ্ক ধলাইয়ে! এক মাসে ষাট থেকে সত্তরটি গরু চুরি

Spread the love

গণআওয়াজ প্রতিনিধি, ধলাই : চোরের দাপটে আতঙ্ক বিরাজ বৃহত্বর ধলাইর পানিভরা, কাটাখাল, পালই বস্তি, আঠারো টিলা এবং পালই চা বাগান এলাকায়।

এই এলাকা থেকে গত এক মাসে দফায় দফায় ষাট থেকে সত্তরটি গরু চুরি হওয়ায় আতঙ্কের সৃষ্টি।     

লোহার শেকল দিয়ে তালা দিয়েও চোরের দলের হাত থেকে গরু-বাছুর রক্ষা করা করা সম্ভব হচ্ছে।

দুষ্কৃতি দের এ ধরনের বেপরোয়া কর্মকান্ডে এলাকার গ্রাম গুলোর মানুষের রাতের ঘুম উবে গেছে।

চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা মূল্যের এক একটি গরু হারিয়ে গৃহস্থদের মাথায় হাত পড়েছে।

কাটাখালের জীবন কুমার সিনহা বুধবার ধলাই থানায় একটি মামলা দায়ের করে জানিয়েছেন সোমবার রাতে অজ্ঞাত দুষ্কৃতি দল তার গোয়াল ঘরে দফায় দফায় হানা দিয়েছে।

এদিন রাত দুটোয় তিনি চোরের উপস্থিতি টের পেয়ে গোয়াল ঘরে গিয়ে দেখেন টিনের দরজা খোলা।

তিনি এদিক-সেদিক তাকিয়ে ঘরে এসে ঘুমিয়ে পড়েন।

পরদিন ভোরে উঠে দেখেন তার চল্লিশ হাজার টাকার গাভীন গাভীটি নিয়ে গেছে চোর।

পালই বস্তির কিরন কুমার বুধবার ধলাই থানায় একটি মামলা দায়ের করেছেন।

তিনি জানিয়েছেন, মঙ্গলবার রাতে অজ্ঞাত চোরের দল তার গোয়াল ঘর থেকে দুটি বলদ গরু চুরি করে নিয়ে যায়।

কাটাখালের গৌরী সেনা সিনহা বলেছেন, গত এক মাসে চোরের দল দু’ দফায় তার গোয়াল ঘরে হানা দিয়ে তিনটি গাভী নিয়ে যায়।

তিনি বলেন, দুটি গাভী চুরি হওয়ার পর তিনি লোহার শেকল দিয়ে তালা মেরে রাখেন।

কিন্তু পক্ষকাল পর চোরের দল ফের হানা দিয়ে লোহার শেকল কেটে তিন নম্বর গাভীটিও নিয়ে যায়।

এদিকে পালই চা বাগানের রাজু কাহার ও বাবুলাল তাঁতী জানিয়েছেন, শুক্রবার রাতে তাদের দু’জনের দুটি গরু সহ এলাকা থেকে একসঙ্গে পাঁচ টি গরু চুরি করে নিয়ে যায় চোরের দল।

পানিভরা জিপি এলাকা ছাড়াও প্বার্শবর্তী এলাকায়ও ব্যাপকহারে গরু চুরি হচ্ছে বলে অভিযোগ তুলেছেন জনগন।

গরু চুরি কান্ডে জড়িত দুষ্কৃতিদের সনাক্ত করে অতিসত্তর গ্রেফতারের দাবী জানিয়েছেন জনগন।

একইসাথে গ্রামরক্ষী বাহিনীর সদস্যদেরও সক্রিয় করে তোলার দাবি জানিয়েছেন জনগন।

এদিকে মামলা হাতে পেয়ে ধলাই থানার পুলিশ তদন্তে নামলেও সংবাদ লেখা পর্যন্ত ধড়-পাকড়ের কোনও খবর নেই।

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token