ইছমাইল হোসেন, গণআওয়াজ মৈরাবাড়ি : গত ২৬ অক্টোবর শিলচর অভিমুখী AS 01 PC 4832 নম্বরের একটি ট্ৰাক ধরমতুলের ঠেকেরাগুড়ি থেকে হাইজ্যাক হয়।
এই ঘটনার পরের দিন ট্ৰাক এবং চালককে জাজরি থানার ন-মাটি গ্রাম থেকে উদ্ধার করা হয়। ট্রাকটি ছিল বজরং ট্রেন্সপোর্টের।
ট্রেন্সপোর্টের স্বত্বাধিকারী গণেশ বৰ্মন এব্যাপারে মরিগাঁও পুলিশে এজাহার করেন।
তার এই এজাহারের ভিত্তিতে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্ৰাইম) সমীরণ বশ্যের নেতৃত্বে চলে তদন্ত অভিযান।
এই অভিযানে মরিগাঁও ধরমতুলের তফাজ্জুল আলিক গ্ৰেপ্তার করে পুলিশ।
তাকে জিজ্ঞাসাবাদের পর আজ ভোরে বড়থলের দলই গাঁও-এর মন্নাস আলীর বাড়িতে চালানো হয় তল্লাশি অভিযান।
বেরিয়ে আসে কাৰ্টনে কাৰ্টনে এলসিডি টিভি, লেপটপ, প্ৰিণ্টার মেসিন, জেরক্স মেসিন, বাইক এবং চার চাকা গাড়ীর পার্টস, সিসি ক্যামেরা।
বস্তায় বস্তায় বেরিয়ে আসে কাপড়, মিষ্টির প্যাকেট।
প্ৰায় কোটি টাকার বিভিন্ন সামগ্ৰী উদ্ধারের সাথে পুলিশ গ্রেফতার করে মৈরাবাড়ীর মন্নাস আলি এবং ধরমতুলের তফাজ্জুল আলীকে।
এই ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যরা গ্রেফতার হওয়ার সম্ভাবনা রয়েছে জানিয়েছেন মরিগাঁও পুলিশের ক্রাইম ব্রাঞ্চের অতিরিক্ত পুলিশ সুপার।