প্রকৃত হিতাধিকারদের বঞ্চিত করে উৎকোচের বিনিময়ে বন্টন হচ্ছে ঘর! অভিযোগ
ধলাই প্রতিনিধি, গণআওয়াজ : প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর সহ অন্যান্য সরকারি প্রকল্প নিয়ে নরসিংপুর উন্নয়ন খন্ডের পানিভরা জিপির চার নং ও পাঁচ নং গ্রুপে চলছে তুঘলকি কান্ড।
প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর থেকে জিপির চার নং গ্রুপের হিতাধিকারীদের সম্পূর্ণ বঞ্চিত করে রেখেছেন জিপির পঞ্চায়েত কর্তারা।
একই সঙ্গে পাঁচ নং গ্রুপের অনেক দরিদ্র পরিবারের ভাগ্যেও জুটছে না প্রধানমন্ত্রী আবাসের ঘর।
জনগণকে তুচ্ছতাচ্ছিল্য করারও অভিযোগ উঠেছে জিপি সচিব বিরুদ্ধে।
পঞ্চায়েত কর্তাদের বিরুদ্ধে উৎকোচের বিনিময়ে প্রধানমন্ত্রী আবাসের ঘর বন্টনের অভিযোগ এনে তদন্তের দাবিও জানিয়েছেন জনগণ।
জিপি কর্মকর্তাদের এ ধরনের অনৈতিক কর্মকান্ডের প্রতিবাদে বৃহস্পতিবার কাটাখালের শ্রীশ্রী রাধামাধব আশ্রমে এক প্রতিবাদী সভায় মিলিত হন এলাকার জনগন।
এদিন সভায় তারা জানান, ঢালাওভাবে প্রধানমন্ত্রী আবাসের ঘরের আশ্বাস পেয়ে তারা কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন।
তাদের ভোটে পরিমল শুক্লবৈদ্য জয়ী হয়ে রাজ্যের মন্ত্রী হয়েছেন।
কিন্তু আজ তারা প্রধানমন্ত্রী আবাসের ঘর পাচ্ছেন না, উৎকোচ নিয়ে সরকারি ঘর দিচ্ছেন পঞ্চায়েত কর্তারা।
তারা ক্ষোভে সঙ্গে জানান, জিপি অফিসে দাবি জানাতে গিয়ে পঞ্চায়েত কর্তা দের কাচ্ছে অপমানিত হতে হচ্ছে। এদিন পঞ্চায়েত কর্তাদের বিরুদ্ধে মূহুমূহু স্লোগান দিয়ে তারা জানান, আগামী নির্বাচনে আর ভোট দিতে যাবেন না।