সুপ্রিয় পাল ,দুল্লভছড়া, ১৬ জানুয়ারি : আওলালা গ্রামে শ্রী শ্রী রাধামাধব জীউর সেবা পরিচালন সমিতির সিংলা আঞ্চলিক কমিটির ৩৮ তম বাৎসরিক সাধারণ সভা ১৬ জানুয়ারি অনুষ্টিত হয়েছে।
সকাল ৯-৩০ টায় সমিতির পতাকা উওোলন করে আনুষ্ঠানিক সূচনা করেন আঞ্চলিক কমিটির সভাপতি হরেন্দ্র কুমার সিংহ। এদিন গোলাপ সেনা সিংহের স্বস্তি বচনের পর শ্রীমৎপুন্ডরীকাক্ষ শর্মার প্রতিকৃতিতে পুস্পার্ঘ ও মাল্য অর্পন করা হয়।
শ্রীশর্মার স্মৃতিচারণ ও বিষয় নির্বাচনী সভার প্রারম্ভে সাধনা সিংহ উদ্বোধনী সংগীত পরিবেশন করেন এবং আলোচনায় অংশ গ্রহন করেন বিষ্ণুপদ রাজবংশী, সুবল চন্দ্র সিংহ, ইশ্বর চন্দ্র রাজকুমার ও বাবুলোক সিংহ।
হরেন্দ্র সিংহের পৌরহিত্য অনষ্টিত সভায় রনজিত সিংহ আঞ্চলিক সম্পাদকের প্রতিবেদন পাঠ করেন ও আলোচনা ক্রমে অনুমোদন করা হয়।
সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সমরজিৎ সিংহ, নির্মল সিংহ, কেন্দ্রীয় সম্পাদক ব্রজগোপাল সিংহ, কেন্দ্রীয় সহ সভাপতি প্রাক্তন প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র সিংহ ও ননী গোপাল শর্মা।
উক্ত সভায় মন্দির,মন্ডপ ও যাত্রী নিবাসের উন্নতি কল্পে বিভিন্ন আলোচনা ও প্রস্তাবাদী গ্রহন করা হয় এবং আগামীতে শ্রী ধাম মন্দিরে অনুমেয় ত্রিদিবসীয় অধিবেশনে উপস্থিত হয়ে অনুষ্ঠান সফল ও সর্বাঙ্গ সুন্দর করার জন্য অনুরোধ জানানো হয়।
অদ্যকার এই অনুষ্টানটি সর্বাঙ্গ ভাবে সফল করা জন্য সমবেত সকল ভক্তবৃন্দকে ধন্যবাদ জানিয়েছেন অভ্যর্থনা কমিটির সভাপতি শশী মোহন সিংহ ও সম্পাদকদ্বয় পূর্ন চন্দ্র সিংহ ও বজেন্দ্র সিংহ।