করিমগঞ্জ কলেজে ১০৫৮টি ভোটকেন্দ্রের গণনা ৫৪টি টেবিলে হবে, প্রস্তুতি সম্পন্ন

Spread the love

জুলি দাস, করিমগঞ্জ : করিমগঞ্জ লোকসভার ভোট গণনা হবে করিমগঞ্জ কলেজে, প্রশাসন এরজন্য প্রস্তুতি সম্পন্ন করেছে। জেলার ১০৫৮টি ভোটকেন্দ্রের গণনা হবে ৫৪ টেবিলে, ৭৯ রাউন্ডে শেষ হবে।

নির্বিঘ্নে ভোট গণনা সম্পন্ন করতে গণনা স্থলে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলেও জানানো হয়েছে। নিরাপত্তার দায়িত্বে থাকবে সিআরপিএফ, ব্যাটেলিয়ন এবং অসম পুলিশ।

ভোট গণনায় প্রায় এক হাজার সরকারি কর্মী নিয়োজিত থাকবেন। অন্যদিকে, গণনার জন্য কাউন্টিং সুপারভাইজার ও এসিস্ট্যান্টদের প্রথম পর্যায়ে প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

আগামী শনিবার দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণ সম্পন্ন হবে। শহরে বন্যার প্রভাব তেমন না থাকায় ভোট গণনায় সমস্যা হবে না বলে জানান জেলাশাসক।

জেলাশাসক মৃদুল যাদব বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে বলেছেন, করিমগঞ্জ কলেজে চারটি বিধানসভা সমষ্টির জন্য ৪ জুন সকাল আটটা থেকে গণনা শুরু হবে।

প্রথমে পোস্টাল ব্যালটের ভোট গণনা হবে এবং সাড়ে আটটা থেকে ইভিএম-এর ভোট গণনা শুরু হবে, এরপর দুইটির গণনা একসঙ্গে চলবে।

 করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলার পোস্টাল ব্যালট করিমগঞ্জ কলেজেই ১০টি টেবিলে গণনা হবে।

জেলাশাসক বলেছেন, উত্তর করিমগঞ্জে ৩০১টি ভোটকেন্দ্রের গণনা ১৪ টেবিলে ২২ রাউন্ডে হবে, এবং দক্ষিণ করিমগঞ্জে ৩১২টি ভোট কেন্দ্রের গণনা ১৪ টেবিলে ২৩ রাউন্ডে সম্পন্ন হবে।

এছাড়া পাথারকান্দির ১৯৮টি ভোটকেন্দ্রের গণনা ১২ টি টেবিলে ১৭ রাউন্ডে হবে এবং তপশিলি সংরক্ষিত রামকৃষ্ণনগরের ২৪৭টি ভোটকেন্দ্রের গণনা ১৪ টি টেবিলে ১৮ রাউন্ডে হবে।

প্রতিটি গণনা কক্ষে একজন এআরও থাকবেন। পোস্টাল ব্যালটের গণনার সময় দশটি টেবিলের প্রতিটিতে একজন এআরও থাকবেন।

গণনার সময় সাধারণ পর্যবেক্ষক, পুলিশ পর্যবেক্ষক, ব্যয় পর্যবেক্ষক ছাড়াও একজন গণনা পর্যবেক্ষক থাকবেন।

পাথারকান্দি এবং রামকৃষ্ণনগরের গণনা কেন্দ্রে থাকবেন কাউন্টিং অবজারভার তামিলনাড়ু ক্যাডারের আর প্রিয়া।

মৃদুল যাদব আরো বলেছেন, অফিসিয়াল রেকর্ডিং ছাড়া কোনো রকমের স্টিল বা ভিডিও ক্যামেরা গণনা কক্ষের ভিতরে নেওয়া যাবে না।

মোবাইল ফোনেও নিষেধাজ্ঞা রয়েছে। গণনা কক্ষের ভিতর শুধুমাত্র রিটার্নিং অফিসারের মোবাইল ব্যবহারের অনুমতি রয়েছে।

নির্বাচন কমিশনের বৈধ পাস থাকা সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা তাদের সঙ্গে থাকা ক্যামেরা দিয়ে নির্দিষ্ট সীমা থেকে ছবি তুলতে পারবেন।

তবে ইভিএম ও ভিভিপ্যাটের সরাসরি ভোট গণনা প্রক্রিয়ার ভিডিও তোলা নিষিদ্ধ।

গণনা কেন্দ্রে ত্রিস্তরীয় সুরক্ষা বলয় থাকবে, সবকিছু থাকবে সিসিটিভির নজরদারিতে। এছাড়া গণনা প্রাঙ্গণের ১০০ মিটার এলাকার মধ্যে জনগণের চলাচল ও যানবাহনের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

কাউন্টিং এজেন্টদের নাম শুক্রবারের মধ্যে জমা দেওয়ার জন্য প্রার্থীদের কাছে আবেদন জানান জেলাশাসক।

বলেছেন, কাউন্টিং এজেন্টদের পুলিশ ভেরিফিকেশন হবে, সব রকমের নিয়ম নীতি মেনে চলতে কাউন্টিং এজেন্টের আহ্বান জানান তিনি।

পুলিশ সুপার পার্থপ্রতিম দাস বলেছেন, ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা সিআরপিএফ, ব্যাটেলিয়ন এবং অসম পুলিশ রয়েছে। মোবাইল নিয়ে গণনা কেন্দ্রের ভেতর প্রবেশ নিষিদ্ধ, গণনা কেন্দ্রের সামনে সমর্থকরা যাতে জড়ো না হন সেদিকে খেয়াল রাখতে প্রার্থীদের আবেদন জানান পুলিশ সুপার।

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token