গণআওয়াজ প্রতিনিধি : মিডিয়া সুপার বরাকভ্যালি অ্যাসোসিয়েশনের তিন দিনব্যাপী নাইন এ- সাইড টেনিস বল ক্রিকেট টুর্নামেন্ট রবিবার থেকে শুরু হয়েছে।
এদিন শিলচর ইটখলা খেলার মাঠে টেনিস বল ক্রিকেট টুর্নামেন্টের খেলা সকাল সাড়ে এগারোটায় শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বরাক উপত্যকা ক্রিড়া সাংবাদিক সংস্থার প্রাক্তন সভাপতি অনির্বান জ্যোতি গুপ্ত, বরাককন্ঠ পত্রিকার সম্পাদক সন্তোষ চন্দ, সাংস্কৃতিক কর্মী তাপস সূত্রধর, মিডিয়া সুপারের সভাপতি গৌতম তালুকদার, সম্পাদক রানু দত্ত, কোষাধ্যক্ষ বিশ্বজিৎ আচার্য, তাপস নাথ, রাজু চৌধুরী প্রমুখ।
এই টুর্নামেন্টে মোট ছয়টি দল অংশ গ্রহণ করে।
দলগুলো হল যুগশঙ্খ, বার্তালিপি, মিডিয়া সুপার, বরাক তরঙ্গ, বরাক বার্তা ও দক্ষিণ কাছাড় প্রেসক্লাব অ্যাসোশিয়েশন।
প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয় যুগশঙ্খ এবং বার্তালিপির মধ্যে। এতে প্রথমে ব্যাট করতে নেমে যুগশঙ্খ ৫১ রান করে।
পরে বার্তালিপি ব্যাট করতে নেমে ৬ উইকেটে ৫২ রান সংগ্রহ করে বিজয়ী হয়।